শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: শিক্ষকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায়। শনিবার সকালে স্থানীয় ডালিমগা স্টেশন সংলগ্ন চাঁদপুকুর কালভার্টের নিচে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জানা গিয়েছে, দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
[ সঙ্গিনীকে ঠকিয়ে অন্যত্র বিয়ের পরিকল্পনা, হাজতে বরবেশী যুবক]
সূত্রের খর, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা মনীশ আগরওয়াল (৩৫)। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক ওই ব্যক্তি। জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টা নাগাদ বিয়েবাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন তিনি। জানা গিয়েছে, এরপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর । পরে শনিবার সকালে স্থানীয় ডালিমগা স্টেশন সংলগ্ন চাঁদপুকুর কালভার্টের নিচে ওই শিক্ষকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জানা গিয়েছে, ওই ব্যক্তির মাথার ডানদিকে গুলি লেগেছিল। দেহের পাশ থেকে মিলেছে একটি নাইন এমএম পিস্তল।
[ জোট নিয়ে জটিলতার মধ্যেই মালদহে পিছোল রাহুল গান্ধীর সভা ]
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এলাকার একটি তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল মনীশের। কয়েকদিন আগে বিয়ে হয়ে যায় ওই তরুণীর। এরপর থেকেই অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিক তদন্তে অনুমান, সেই কারণে আত্মঘাতী হতে পারেন ওই শিক্ষক। অন্যদিকে, এলাকার একাংশের দাবি জুয়ায় আসক্ত ছিলেন ওই শিক্ষক। জুয়ার আসরে বচসার জেরেও খুন হতে পারেন ওই ব্যক্তি। তাই আত্মঘাতী হয়েছেন ওই শিক্ষক? নাকি খুন করা হয়েছে তাঁকে তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। যদিও খুনের তত্ত্বের উপরেই জোর দিচ্ছেন পুলিশ আধিকারিকেরা। কারণ, একজন শিক্ষকের কাছে পিস্তল থাকা কার্যত অসম্ভব বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ, জানালেন তদন্তকারীরা। ঘটনার জেরে শোকের ছায়া কালিয়াগঞ্জ এলাকায়।
