shono
Advertisement

ডেঙ্গুর ভয়ে পঞ্চায়েত অফিস থেকে মশা মারার যন্ত্র নিয়ে পালাল চোর!

হতবাক পঞ্চায়েতের পদাধিকারী ও পুলিশও। The post ডেঙ্গুর ভয়ে পঞ্চায়েত অফিস থেকে মশা মারার যন্ত্র নিয়ে পালাল চোর! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:09 PM Dec 09, 2018Updated: 06:09 PM Dec 09, 2018

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এলাকায় মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গুর আতঙ্কে দিন কাটে স্থানীয় বাসিন্দাদের। প্রাণভয় আছে চোরেরও! তাই কি পঞ্চায়েত অফিসে চুরি করতে এসে মশা মারারও যন্ত্রটি নিয়ে গিয়েছে সে? চোরের কীর্তিতে হতবাক পুলিশও।

Advertisement

[ সম্পত্তি হাতাতে বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ছেলে ও বউমার]

ব্যাপারটা কী? শনিবার রাতে চুরি হয়েছে বাগদার রণঘাট গ্রাম পঞ্চায়েতের অফিসে। গ্রিলের তালা ভেঙে পঞ্চায়েত অফিসে ঢুকে রাতভর তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। রবিবার সকালে অফিসে খোলার সময়ে চুরির ঘটনাটি প্রথম নজরে পড়ে পঞ্চায়েতের এক কর্মীর। খবর দেওয়া হয় রণঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে। পঞ্চায়েত প্রধান গণেশ রায় জানিয়েছেন, অফিসের তিনটি আলমারি ভেঙে প্রজেক্টর, ক্যামেরা, সাউন্ড সিস্টেম ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোর। এমনকী, পঞ্চায়েত দপ্তরে যে মশা মারার মেশিনটি ছিল, সেটিও পাওয়া যাচ্ছে না! কিন্তু, মশা মারার মেশিনটি চোরের কী কাজ লাগবে? ভেবে পাচ্ছেন না কেউই। পঞ্চায়েত প্রধান বলেন, ‘মশা মারার মেশিনটিও চুরি যাওয়ায় বেশ অবাকই হয়েছি।’ তিনি জানিয়েছেন, মশা মারার কামানটি তাঁর ঘরে ছিল না, তাই সেটি আর নিয়ে যেতে পারেনি চোর। বস্তুত চোরের কীর্তিতে হতবাক বাগদা থানার পুলিশও।

পুলিশ ও পঞ্চায়েতের পদাধিকারী যতই অবাক হোন না কেন, স্থানীয় বাসিন্দারা কিন্তু পঞ্চায়েত অফিস থেকে মশার মারার মেশিন চুরির কারণটা ধরে ফেলেছেন। তাঁদের বক্তব্য, গত কয়েক দিন ধরেই এলাকা মশার উপদ্রব বেড়েছে। ডেঙ্গুর আতঙ্ক বাড়ছে। পঞ্চায়েত অফিসে যে চুরি করেছে, সে-ও সম্ভবত এলাকার বাসিন্দা। তাই মশা মারার মেশিনটিও নিয়ে যেতে ভোলেনি!

[ শিক্ষা দপ্তরের অভিনব উদ্যোগ, স্কুল পড়ুয়াদের এবার কন্ডোম সচেতনতার পাঠ]

The post ডেঙ্গুর ভয়ে পঞ্চায়েত অফিস থেকে মশা মারার যন্ত্র নিয়ে পালাল চোর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement