shono
Advertisement
Howrah

অনুষ্ঠান দেখে ফেরার পথে দুর্ঘটনা, হাওড়ায় একই পরিবারের ২ সদস্য-সহ মৃত ৩

ঘটনাস্থলে অদূরে বাইক উদ্ধার করেছে পুলিশ।
Published By: Sayani SenPosted: 10:54 AM May 05, 2025Updated: 11:00 AM May 05, 2025

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: সাতসকালেই রাস্তার উপর পড়ে রয়েছে রক্তাক্ত তিনজন। অদূরে পড়ে বাইক। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার বাগনান থানার জয়পুর এলাকার তেঁতুলমুড়ি এলাকায় ব্য়াপক চাঞ্চল্য। পুলিশের প্রাথমিক অনুমান, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। তার ফলে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। তবে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত বছর তিরিশের মনোজ ঘোষ। এছাড়া রীতেশ ঘোষ ও রাকেশ মণ্ডল। রীতেশ ও রাকেশ বয়স বছর ষোলো। তারা দু'জন এবারে মাধ্যমিক পাশ করেছে। মনোজ আর রীতেশ সম্পর্কে কাকা ও ভাইপো। নিহতেরা প্রত্যেকেই হাওড়ার বাগনান থানারই বাইনান বাজারের কাছে। জানা গিয়েছে, নিহতদের পাড়ার একটি নাচের দল রয়েছে। সেই নাচের দলের সঙ্গে তাঁরা ঝামটিয়া তেলিবেড়িয়া গিয়েছিলেন অনুষ্ঠান দেখতে। সেখানে শনিবার একটি কালীপুজো হয়। তারপর রবিবার ছিল অনুষ্ঠান। তিনজনই বাইকে করে সম্ভবত মাঝরাতে বাড়ি ফিরছিলেন। পুলিশের অনুমান, সেই সময়ই ঘটনা ঘটে। গভীর রাত হওয়ায় আর তাদেরকে সেই সময় তাঁদের কেউ দেখতে পাননি। সকালে স্থানীয়রাই তিনজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বাগনান থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, তীব্র গতিতে মোটরবাইক চালানোর ফলে এই মর্মান্তিক মৃত্যু। খবর পেয়েই ঘটনাস্থলে যান বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস হাজরা। তিনি বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা। আমরা ওদের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত। ওদের সঙ্গে আমার নিত্য যোগাযোগ। আমরা ওদের পাশে আছি।" তাপস আরো বলেন, দুর্ঘটনার পর তিনজনের কেউ একজন কিছুক্ষণ জীবিত ছিলেন। ওই নাচের দলের লোকেদের ফোন করেছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠান চলায় তাঁরা বুঝতে পারেননি। পরে ফোন করলে আর কোন সাড়া পাওয়া যায়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুষ্ঠান দেখে ফেরার পথে দুর্ঘটনা।
  • হাওড়ায় একই পরিবারের ২ সদস্য-সহ মৃত ৩।
  • পুলিশের প্রাথমিক অনুমান, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। তার ফলে পথ দুর্ঘটনা।
Advertisement