shono
Advertisement
Tamluk

কলকাতায় চিকিৎসা করাতে আসার পথে বিপত্তি, তমলুকে দুর্ঘটনার বলি একই পরিবারের ৩

গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনের।
Published By: Sayani SenPosted: 10:27 AM Mar 01, 2025Updated: 10:49 AM Mar 01, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: কলকাতায় চিকিৎসা করাতে আসার পথে বিপত্তি। গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। এই দুর্ঘটনায় জখম আরও একজন। তিনি তমলুক হাসপাতালে ভর্তি। নিহতেরা একই পরিবারের বলেই জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে ওই পরিবার চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশে রওনা দেয়। তমলুক থানার কুমোরগঞ্জের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল মারুতি ভ্যানটি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে গাড়িটি। সম্ভবত মারুতির সামনের টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে। এক মহিলা-সহ তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় জখম আরও একজন।

আহত তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। মৃত ও আহত পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গুড়গাঁও এলাকার বাসিন্দা। তাঁরা একই পরিবারের সদস্য বলে খবর। তদন্ত করছে তমলুক থানার পুলিশ। এই ঘটনার পর গ্যাস ট্যাঙ্কার ও মারুতি ভ্যানটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। তবে ভোরবেলা দুর্ঘটনাটি ঘটায় সেভাবে বিপাকে পড়েননি কেউই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতায় চিকিৎসা করাতে আসার পথে বিপত্তি।
  • গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিনজনের।
  • এই দুর্ঘটনায় জখম আরও একজন। তিনি তমলুক হাসপাতালে ভর্তি। নিহতেরা একই পরিবারের বলেই জানা গিয়েছে।
Advertisement