shono
Advertisement

‘২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব’, দিলীপ ঘোষকে হুমকি রবীন্দ্রনাথের

ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী৷ The post ‘২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব’, দিলীপ ঘোষকে হুমকি রবীন্দ্রনাথের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Jun 22, 2018Updated: 09:23 PM Jun 22, 2018

বিক্রম রায়, কোচবিহার: হুমকি-পালটা হুমকিতে সরগরম রাজ্য রাজনীতি৷ ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ কোচবিহার শহরে প্রকাশ্য জনসভায় তাঁর হুশিয়ারি, ‘দিলীপ ঘোষ যদি কোচবিহারে আসেন, তাহলে মাথা ঠাণ্ডা করার জন্য তাঁকে ২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব৷’

Advertisement

[কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ যুব তৃণমূল কর্মীদের]

দিন কয়েক আগে জলপাইগুড়ি শহরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ সেই কর্মসূচিতে যোগ দিয়ে শাসকদলের নেতাদের এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা যেভাবে গুণ্ডামি করছেন, তাদের পরিষ্কার বলে দিচ্ছি, হয় জেল না হলে সোজা গুলি৷ এককথায় এনকাউন্টার হবে৷ কার গুলি কোথায় লাগবে, কেউ জানে না৷ সেই দিন আসছে, গব্বর সিংয়ের মতো ইসমে কিতনা গুলি থে, গুণে গুণে গুলিয়ে যাবে৷ গুণে গুণে লাশ তোলা হবে৷ কেষ্ট-কৃষ্ণ কেউ বাঁচবে না৷’  বিজেপির রাজ্য সভাপতি মন্তব্যে বিতর্ক দেখা দেয় রাজনৈতিক মহলে৷ বস্তুত, বিজেপি কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল জলপাইগুড়ি শহরেও৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পালটা দিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তিনি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে৷ শুক্রবার কোচবিহার শহরে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন শাসকদলের কর্মী-সমর্থকরা৷ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীও৷ রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘দিলীপ ঘোষ যদি কোচবিহারে আসেন, তাহলে মাথা ঠাণ্ডা করার জন্য তাঁকে ২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব৷’ কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে রয়েছে একটি প্রাচীন দিঘি৷ নাম সাগরদিঘি৷ এর আগেও বিজেপির রাজ্য সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন উত্তরবঙ্গের এই দাপুটে মন্ত্রী৷

[দিলীপের পর বিজেপির সায়ন্তন, এনকাউন্টার হুমকিতে মামলা রুজু সিউড়ি থানায়]

কখনও বুথের বাইরে বিরোধী দলের এজেন্টকে চড়, কখনও আবার কর্তব্যরত পুলিশকর্মীদের ধমক৷ বারবারই বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন ও কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ৷ কয়েক দিন আগে আবার দেওয়ানহাটে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷ বৃহস্পতিবার দলের বর্ধিত কোর কমিটির সভায় রবীন্দ্রনাথ ঘোষকে মাথা ঠাণ্ডার রাখার পরামর্শ দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷

[পুরোহিত ডেকে জীবিত ছেলের শ্রাদ্ধ করলেন বাবা! রায়গঞ্জে শোরগোল]

The post ‘২৪ ঘণ্টা সাগরদিঘির জলে চুবিয়ে রাখব’, দিলীপ ঘোষকে হুমকি রবীন্দ্রনাথের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement