shono
Advertisement
Sougata Roy

মন্দির উদ্বোধনে গিয়ে আচমকা অসুস্থ সাংসদ সৌগত রায়, বসল পেসমেকার

কেমন আছেন বর্ষীয়ান সাংসদ?
Published By: Sayani SenPosted: 10:57 PM Apr 30, 2025Updated: 11:13 PM Apr 30, 2025

অর্ণব দাস, বারাকপুর: গুরুতর অসুস্থ বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পেসমেকার বসাতে হয়েছে। আপাতত স্থিতিশীল সৌগত।

Advertisement

বুধবার ছিল অক্ষয় তৃতীয়া। ওইদিন পুণ্যতিথিতে কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায়। গাড়ি থেকে নামার পরেই অসুস্থবোধ করেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে চেয়ারে বসান। এরপর তিনি অচতৈন্য হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। তিনি বলেন, "কর্মীদের সঙ্গে নিয়ে সৌগত রায়কে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকের পরামর্শের রাতে তার অস্ত্রোপচার হয় বুকে পেসমেকার বসেছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।" 

হাসপাতালে সাংসদ সৌগত রায়

চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পেসমেকার বসানো হয়েছে। অস্ত্রোপচার সফল বলে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর। আপাতত স্থিতিশীল সাংসদ। তাঁর দিকে চিকিৎসকরা নিয়মিত নজর রাখছেন বলেই খবর। বর্ষীয়ান তৃণমূল সাংসদের আচমকা অসুস্থতায় উদ্বিগ্ন তাঁর পরিবারোর লোকজন এবং অনুগামীরা। দলীয় নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে নার্সিংহোমে যান মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতা-নেত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুরুতর অসুস্থ বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।
  • বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
  • পেসমেকার বসাতে হয়েছে। আপাতত স্থিতিশীল সৌগত।
Advertisement