shono
Advertisement

বিজেপিকে ভোট দেওয়ায় ‘শাস্তি’! অকেজো করে দেওয়া হল টিউবওয়েল

পানীয় জলের সংকট বীরভূমের মাড়গ্রামে। The post বিজেপিকে ভোট দেওয়ায় ‘শাস্তি’! অকেজো করে দেওয়া হল টিউবওয়েল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:20 PM Jun 05, 2019Updated: 12:38 PM Jun 05, 2019

নন্দন দত্ত, সিউড়ি: লোকসভা নির্বাচনে এলাকায় এগিয়েছিল বিজেপি। সেই আক্রোশে কৃত্রিম পানীয় জল-সংকট সৃষ্টির অভিযোগ উঠল। গ্রামের টিউবওয়েলে বালি পাথর ঢুকিয়ে আবার কোথাও উপড়ে দেওয়া হল চাপা কল। সৌর জলাধারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় বাড়ি বাড়ি জল সংযোগের পাইপ লাইন। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।

Advertisement

[আরও পড়ুন: নিমতায় তৃণমূল নেতাকে গুলি করে খুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের]

লোকসভা ভোটে বীরভূমের মাড়গ্রাম থানার হাঁসন গ্রামের সরকারপাড়া ও মালপাড়ায় এগিযে ছিলেন বিজেপি প্রার্থী। গভীর রাতে কে বা কারা হাঁসন তিনমাথা মোড় থেকে চাঁদপাড়া যাওয়ার রাস্তার ধারের একটি টিউবওয়েলে বালি ও পাথরভাঙা গুঁড়ো ঢুকিয়ে দিয়ে অকেজো করে দিয়েছে। একইভাবে গ্রাম ঢোকার মুখে একটি টিউবওয়েলে বালি পাথরগুঁড়ো ভরা হয়েছে।মালপাড়ার একটি টিউবওয়েল ভোটের পর অকেজো হয়ে থাকলেও এখনও মেরামত করা হয়নি। মালপাড়ার বাসিন্দা জীবনকৃষ্ণ মহলদার বলেন, “গ্রামে হরিনাম সংকীর্তন চলছে। সেখান থেকে গভীর রাতে বাড়ি ফিরছিলাম। আমাদের মধ্যে একজন টিউবওয়েলে পা ধুতে গিয়ে দেখে জল বের হচ্ছে না। সকালে উঠে দেখি একাধিক টিউবওয়েলে বালি ও পাথর ঢুকিয়ে অকেজো করা হয়েছে। এখন অন্যের বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসছি। পুকুরের জলে গৃহস্থালির কাজ করা হচ্ছে।” মালপাড়ার বাসিন্দা রেণুকা মাল, পুজো মাল, সুপর্ণা মালরা বলেন, “ভোটের পর থেকেই টিউবওয়েল অকেজো। পঞ্চায়েত সদস্যাকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। তৃণমূল হারবে বুঝতে পেরেই টিউবওয়েল ঠিক করছে না।”  সরকার পাড়ায় টিউবওয়েলটি আবার সম্পূর্ণ উপড়ে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  ‘রামপুরহাট ২ নম্বর ব্লকের হাঁসন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর সংসদে ২৭৪ ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেই কারণেই টিউবওয়েলগুলি অকেজো করে দেওয়া হল।’ যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা কল্যাণী মাল। তিনি বলেন, “রাতের অন্ধকারে কারা টিউবওয়েল অকেজো করল বলতে পারব না। তবে মালপাড়ার একটি টিউবওয়েল অকেজো রয়েছে। মিস্ত্রি না মেলায় ঠিক করা সম্ভব হয়নি। ইদের পরে সব টিউবওয়েল ঠিক করা হবে।” গ্রামের তৃণমূলের বুথ কমিটির সভাপতি প্রদীপকুমার মণ্ডল বলেন, “বিজেপিই প্রচারে আস্তে টিউবওয়েল ভেঙেছে। আমরা পুলিশকে তদন্ত করে দেখতে বলব।”

ছবি: সুশান্ত পাল

[ আরও পড়ুন: ইদের বাজারে পারফিউমের রমরমা, আতর ব্যবসা লাটে!]

The post বিজেপিকে ভোট দেওয়ায় ‘শাস্তি’! অকেজো করে দেওয়া হল টিউবওয়েল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement