shono
Advertisement

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, প্রতিবাদে মেচেদা স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের

বিপাকে নিত্যযাত্রীরা৷ The post ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, প্রতিবাদে মেচেদা স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:43 AM Jun 22, 2018Updated: 01:43 PM Jun 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু৷ উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে৷ ঘটনার প্রতিবাদে রেল অবরোধ শুরু করেছেন স্থানীয় বাসিন্দা৷ সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বন্ধ হাওড়া-খড়গপুর শাখায়৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন৷ বিপাকে নিত্যযাত্রীরা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷

Advertisement

[গুটখার পিক ফেলতে গিয়ে দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের]

ঘড়িতে তখন সকাল সাড়ে সাতটা৷ হাওড়া-খড়গপুর শাখার মেচেদা স্টেশনে নিত্যযাত্রীদের ভিড়৷ সাইকেল নিয়ে পায়ে হেঁটে লাইন পেরোচ্ছিলেন স্থানীয় এক যুবক৷ মেচেদা স্টেশনে তখন ঢুকছে আপ সাঁতরাগাছি-দিঘা লোকাল৷ ট্রেমে কাটা পড়েন ওই যুবক৷ ঘটনাস্থলেই মারা যান৷ ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে মেচেদা স্টেশনে৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ রেললাইনে পাশেই পড়েছিলেন ওই ব্যক্তি৷ তাঁকে উদ্ধারের কোনও ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ৷ প্রতিবাদে অবরোধ শুরু হয়ে যায় মেচেদা স্টেশনে৷ অবরোধে জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন৷ বিপাকে নিত্যযাত্রীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও রেলের পদস্থ আধিকারিকরা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও অবরোধ চলছে৷

উল্লেখ্যে, বৃহস্পতিবার হাওড়ার বাগনান স্টেশনের কাছে গুটখার পিক ফেলতে গিয়েছিলেন এক যাত্রী৷ পোস্টে ধাক্কায় খেয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি৷ ঘটনাস্থলেই মারা যান ওই যাত্রী৷ ঘটনায় রেলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ তবে অবরোধ হয়নি৷

ছবি: রঞ্জন মাইতি

[পুরোহিত ডেকে জীবিত ছেলের শ্রাদ্ধ করলেন বাবা! রায়গঞ্জে শোরগোল]

The post ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, প্রতিবাদে মেচেদা স্টেশনে রেল অবরোধ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement