shono
Advertisement
Durgapur

গ্যাস কারখানার বর্জ্য মিশ্রিত জলে মৃত্যুফাঁদ! দুর্গাপুরে ২ শ্রমিকের মৃত্যুতে গাফিলতির অভিযোগ

কর্তৃপক্ষের গাফিলতির কারণেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তিন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
Published By: Sucheta SenguptaPosted: 02:02 PM Jan 28, 2025Updated: 02:46 PM Jan 28, 2025

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলেই মৃত্যুফাঁদ। আর তাতে পড়ে প্রাণ হারালেন দুই শ্রমিক। আশঙ্কাজনক আরও তিনজন। মঙ্গলবার সকালে দুর্গাপুরের কাঁকসার ঘটনায় তুমুল শোরগোল এলাকায়। যে বেসরকারি সংস্থায় গ্যাস উত্তোলনের কাজ করতেন তাঁরা, তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হন এলাকাবাসী। মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর, বয়স ২৫ বছর। কাঁকসার জামবনের বাসিন্দা আকাশ। অপরজন বছর ছাব্বিশের অনুপ সরকার মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক আরও তিন যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতো মঙ্গলবার সকালে সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুরের ফরিদপুর থানার পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দিয়েছিলেন আকাশ ও অনুপ। গ্যাস উত্তোলন হওয়ার পর আচমকা সেখানে জমা থাকা বর্জ্য মিশ্রিত জলে পড়ে যান পাঁচ ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আকাশ বাদ্যকর ও অনুপ সরকারকে বিধাননগরের মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও তিনজন যুবক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

জামবনের বাসিন্দা সন্তু রায় অভিযোগের সুরে বলছেন, "গ্যাস উত্তোলক সংস্থার গাফিলতির জেরেই আজ প্রাণ গেল দুই শ্রমিকের। আমরা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি। এর আগেও একাধিকবার সমস্যার মুখে পড়তে হয়েছে শ্রমিকদের। ফের মৃত্যুর মুখে পড়তে হল আমাদের পাড়ার আকাশকে ও মালদহের অনুপকে। কী কারণে এই ঘটনা ঘটল, তার জবাব দিতে হবে সংস্থার আধিকারিকদের।" বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার জুনিয়র জেনারেল ম্যানেজার মোনালিসা বন্দ্যোপাধ্যায় বলেন, "মর্মান্তিক ঘটনা। আমরা শুনেছি দুজনের মৃত্যু হয়েছে। সবরকমভাবে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্যাস উত্তোলনকারী সংস্থার পিটে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক তিন।
  • দুর্গাপুরের কাঁকসার ঘটনায় কারখানা কর্তৃপক্ষকে দুষছেন এলাকাবাসী।
Advertisement