shono
Advertisement
Purulia

খড়ের গাদায় আগুন! খেলতে গিয়ে পুরুলিয়ায় ঝলসে মৃত্যু দুই আদিবাসী শিশুর

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বলরামপুর থানার পুলিশ।
Published By: Kousik SinhaPosted: 09:10 AM Dec 14, 2025Updated: 09:10 AM Dec 14, 2025

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: খড়ের গাদায় আগুন! ঝলসে মৃত্যু হল দুই আদিবাসী শিশুর। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বলরামপুর থানার কদমডি গ্রামে। মৃত দুই শিশুর নাম সালেমান হেমব্রম ও আকাশ বেসরা। দু’জনেরই আনুমানিক বয়স সাড়ে তিন ও তিন বছর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বলরামপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, কোনও অন্তর্ঘাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাড়িতে মজুত করা খড়ের গাদার পাশে খেলা করছিল ওই দুই শিশু। সেই সময় হঠাৎ করেই ওই খড়ের গাদায় আগুন আগুন লেগে। কেউ কিছু বুঝে ওঠার আগে আগুন ভয়াবহ আকার নেয়। একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে কীভাবে ওই খড়ের গাদায় আগুন লাগল তা স্পষ্ট নয়। সেই আগুনে পুড়ে গুরুতর ভাবে জখম হয় দুই শিশু। তড়িঘড়ি ওই শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সেখানে দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর দেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

স্থানীয় এক বাসিন্দা ভরত হেমব্রম জানিয়েছেন, ''খবর পেলাম খড়ের গাদায় আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর ব্যবস্থা করা হলেও দুটি বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি।'' তবে কীভাবে সেখানে আগুন লাগল তা জানেন না বলেই জানিয়েছেন ভরত হেমব্রম। অন্যদিকে জানা গিয়েছে, আজ রবিবার দেহ দুটির ময়নাতদন্ত হবে। দুটি শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খড়ের গাদায় আগুন! ঝলসে মৃত্যু হল দুই আদিবাসী শিশুর।
  • ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার বলরামপুর থানার কদমডি গ্রামে।
  • কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে বলরামপুর থানার পুলিশ।
Advertisement