অর্ণব আইচ: ক্রেতা সেজে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ সাপের বিষ উদ্ধার করলেন বন দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হওয়া সাপের বিষের বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি টাকা। ঘটনায় বাড়ির মালিক-সহ চারজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ।
[কুয়াশায় বন্ধ ফেরি, আটকে পড়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা প্রশাসনের]
বারুইপুর শহর লাগোয়া কল্যাণপুর রোডে বাড়ি অজিতেশ চট্টোপাধ্যায়ের। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিভাগের আধিকারিকরা খবর পেয়েছিলেন, বিপুল পরিমাণ সাপের বিষ সংগ্রহ করে বাড়িতে রেখেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ক্রেতা সেজে অজিতেশবাবুর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে সাদা পোশাকে বারুইপুর থানা কয়েকজন পুলিশকর্মীও ছিলেন। ওই বাড়ি থেকে উদ্ধার হয় সাপের বিষ ভর্তি ছয়টি শিশি। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিভাগের আধিকারিকদের দাবি, ওই বিষের বাজারমূল্য ২৫ কোটি টাকা। বাড়ির মালিক অজিতেশ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। ধরা পড়েছে জাকির লস্কর , বাপী লস্কর ও আনারুল লস্কর নামে আরও তিনজন। পুলিশ জানিয়েছে, এঁদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে।
[ইস্কন মন্দিরে সন্ন্যাসীর রহস্যমৃত্যু, ছড়াল চাঞ্চল্য]
কিন্তু, বারুইপুর শহরের একেবারে লাগোয়া কল্যণপুর রোডের ওই বাড়িতে কেন এত বিপুল পরিমাণ সাপের বিষ মজুত করা হয়েছিল? অভিযুক্তরা সাপের বিষ পেলই বা কোথায় থেকে? তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক চক্রের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে বন দপ্তরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিভাগ।
[সরকারি আবাসনে বৃদ্ধার পচাগলা দেহ, চাঞ্চল্য সোদপুরে]
The post বারুইপুর থেকে উদ্ধার ২৫ কোটির টাকার সাপের বিষ, গ্রেপ্তার ৪ appeared first on Sangbad Pratidin.
