shono
Advertisement

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ২২০০ জন, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হারও

একদিনে সংক্রমণ ও সুস্থতার জোড়া রেকর্ড রাজ্যে। The post ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ২২০০ জন, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হারও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Jul 18, 2020Updated: 08:47 PM Jul 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই অতীত রেকর্ড ভাঙছে দেশের সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর হারও। আর দেশে বাড়ার অর্থই যে বিভিন্ন রাজ্যেও সংক্রমণের মাত্রা উর্ধ্বগামী, তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিন রোজই বাংলায় আক্রান্তের গ্রাফ উপরের দিকে উঠেছে। শনিবার যা একলাফে পেরিয়ে গেল দুহাজারের গণ্ডি। রেকর্ড অঙ্কের সংক্রমণ তো বটেই, বঙ্গবাসীর কপালের ভাঁজ গভীর করছে রাজ্যের নিম্নমুখী সুস্থতার হারও।

Advertisement

শনিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হল, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৯৮ জন। এই প্রথম দুহাজারের গণ্ডি পের হল সংক্রমিতের সংখ্যা। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে ৬৪৮ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস (Coronavirus)। উদ্বেগ বাড়াচ্ছে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণাও। সেখানে একদিনে ৫৫৪ জনের শরীরে ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। এর জেরে রাজ্যে মোট আক্রান্ত একলাফে বেড়ে দাঁড়াল ৪০ হাজার ২০৯-এ। সমান তালে বাড়ছে অ্যাকটিভ কেসও। বর্তমানে কোভিড পজিটিভ সংখ্যাটা ১৫ হাজার ৫৯৪। সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে রাজ্যে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনার বলি ২৭ জন। যার মধ্যে তিলোত্তমাতেই শুধু প্রাণ হারিয়েছেন ১২ জন। এখনও পর্যন্ত কলকাতায় করোনার বলি ৫৬১ জন। বাংলায় এই মারণ ভাইরাস কেড়ে নিয়েছে ১ হাজার ৭৬ জনের প্রাণ। 

[আরও পড়ুন: প্রতিশ্রতি রাখল মাদ্রাসা এডুকেশন ফোরাম, লাদাখে শহিদদের নামে স্কলারশিপ পেল কৃতী ছাত্রী]

চিন্তার ভাঁজ চওড়া করছে সুস্থতার নিম্নমুখী হারও। একটা সময় যেখানে সুস্থতার হার প্রায় ৬৭ শতাংশে পৌঁছে গিয়েছিল, সেখানে এখন রাজ্যে সেই হার ৫৮.৫৪ শতাংশ। বর্তমানে করোনাজয়ীর থেকে আক্রান্তর সংখ্যা অনেকটাই বেশি। এদিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৮৬ জন। যার মধ্যে কলকাতায় একদিনে সুস্থ ২৫৩ জন। এখনও পর্যন্ত বাংলার মোট করোনাযোদ্ধা ২৩ হাজার ৫৩৯ জন। উল্লেখযোগ্যভাবে বেড়েছে টেস্টিংও। গত ২৪ ঘণ্টাতেই যেমন ১৩ হাজার ৪৬৫টি নমুনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ৬ লক্ষ ৮৯ হাজার ৮১৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

১১ আগস্টের মধ্যেই দেশে ২০ লক্ষের গণ্ডি পেরবে আক্রান্তের সংখ্যা। সেপ্টেম্বরে তা শিখরে পৌঁছতে পারে। ভারতে ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ দেখে এমনই সমস্ত আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই আশঙ্কা সত্যি হওয়া যেন সময়ের অপেক্ষা।

[আরও পড়ুন: করোনা সন্দেহে ১০ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল হৃদরোগে মৃত ব্যক্তির দেহ]

The post ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ২২০০ জন, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হারও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার