shono
Advertisement

সুখের সংসারে রাজনীতির হাওয়া, প্রচারে ধুম দম্পতির

মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে রাজনীতির ময়দানে ঢালি দম্পতি। The post সুখের সংসারে রাজনীতির হাওয়া, প্রচারে ধুম দম্পতির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:23 PM May 10, 2018Updated: 01:38 PM May 10, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: সম্পর্কে ওঁরা স্বামী-স্ত্রী৷ সুখী দম্পতি জীবন৷ কিন্তু, সুখের সংসারে ভোটের রাজনীতি এভাবে দু’জনকে ‘ভিন্ন’ করে দেবে, তা ভাবতেই পারেননি স্থানীয়রা৷ কারণ, এবারের পঞ্চায়েত ভোটে স্বামী যখন জেলা পরিষদের প্রার্থী, তখন স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী৷

Advertisement

যদিও এই দম্পতির আদর্শের মুখ একজনই, তিনি আর কেউ নন মমতা বন্দোপাধ্যায়৷ ইচ্ছে ওঁদের একটাই, ‘‘যতদিন বাঁচব, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করে যাব৷’’ ভালবেসে বিয়ে করে সেই ভালবাসাটাকেই ‘অস্ত্র’ করে এবারেও দু’জনে ভোটপ্রার্থী৷ ওই দম্পতির বিশ্বাস-ও একটাই? এই অস্ত্র ব্যবহার করে আজ দেশের জননেত্রী হয়ে উঠেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী৷ দু’জনেই সেই পথেরই পথিক৷ তাঁরই ফলোয়ার৷

দু’জনের বাড়ি নদিয়ার হাঁসখালি থানার বগুলা কলেজপাড়ায়৷ স্বামী কল্যাণ ঢালি বর্তমানে হাঁসখালি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি৷ রাজনৈতিক জীবন প্রায় পঁয়ত্রিশ বছরের৷ মাত্র পনেরো বছর বয়সে ছাত্র রাজনীতি থেকে শুরু৷ কল্যাণবাবু এবারেও জেলা পরিষদের ৩৮ নম্বর আসনেই দাঁড়িয়েছেন৷ গতবার তার জয়ের মার্জিন অনেককেই তাক লাগিয়ে দিয়েছিল৷ প্রায় ১৩ হাজার ভোটে জিতেছিলেন৷ ‘‘এবার মার্জিন আরও বাড়বে, আমার স্থির বিশ্বাস৷’ বললেন কল্যানবাবু৷ স্ত্রী রত্না ঢালি দাঁড়িয়েছেন বগুলা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়ে৷ তিনিও জিতেছেন গতবার ভাল ভোটেই৷ ঢালি দম্পতির ছেলে নেই৷ একটি মাত্র মেয়ে শ্রীয়া বর্তমানে রানাঘাট কলেজের বিএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী৷

একটি মাত্র মেয়ে হওয়ায় বিরাট কিছু আয় নিয়ে ঠিক অতটা দুশ্চিন্তাগ্রস্ত নন একেবারেই৷ কল্যাণ ঢালি জানালেন, ”একটা সময় বাজারে অফিসিয়াল স্টেশনারি জিনিসের দোকান ছিল৷ এখন আর নেই৷ বিক্রি করে যা পেয়েছিলাম, তার টাকায় কোনভাবে চলে যায়৷ হাতে আর সময় বেশিদিন নেই৷ গতবারের থেকে আরও ভাল ফল হবেই৷” আর তাই, পরিশ্রমটা একটু বেশিই৷ যদিও সারাটা বছরই প্রচারের একটু অন্য পথে হাঁটেন রত্না ঢালি৷ কল্যাণবাবুই মানলেন সেই কথা৷ বলেন, ‘‘পাড়ার সবার বিপদে-আপদে তিনি পাশে দাঁড়ান৷ জন্মদিনে যান৷  আবার অসুস্থ মানুষকে দেখতে তো অবশ্যই যান৷’’ না, ফর্মাল প্রচারে তিনি বিশ্বাসী নন৷ তাঁর সাফ কথা, ‘‘কে সিপিএম, কে বিজেপি বা কে অন্যদল করেন, আমি তা দেখতে যাব কেন? আমি আমার ওয়ার্ডের জনপ্রতিনিধি৷ সবাই আমার নিজের, কাছের৷ দরকার হলে সবরকম ভাবে তাদের পাশে থাকব৷’’

The post সুখের সংসারে রাজনীতির হাওয়া, প্রচারে ধুম দম্পতির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement