নব্যেন্দু হাজরা: ‘বসন্ত জাগ্রত দ্বারে’, অথচ বর্যার গান শোনাচ্ছে আবহাওয়া। ক্যালেন্ডার বলছে, রাজ্যে এখন ভরা বসন্তকাল চলছে। না শীত-না গরম সঙ্গে মৃদুমন্দ হাওয়া, এরকম আবহাওয়াই হওয়া উচিত এখন। অথচ পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে । আগামী ২৪ ঘন্টা তো বটেই এমনকী সপ্তাহজুড়েই গোটা রাজ্যে ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাই বাড়ি থেকে বেরনোর আগে ব্যাগে ছাতাটা রাখাই বুদ্ধিমানের কাজ।
মঙ্গলবার বিকেল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টি না হলেই মাঝে মধ্যে আকাশে বিদ্যুতের চমক আর ভারী বৃষ্টির দেখা মিলছে। এদিকে বৃষ্টির হাত ধরেই ফের তাপমাত্রার পতন হয়েছে এ রাজ্যে। আবহাওয়া দপ্তর বলছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০-৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার।
[আরও পড়ুন : সঙ্গে মাত্র ৫ দিনের রসদ, করোনা বিধ্বস্ত ইরানে আটকে দুর্গাপুরের যুবক]
[আরও পড়ুন : চিরঘুমে ছোট ছেলে, শোকের মধ্যেও দেহদানের সিদ্ধান্ত দম্পতির]
আবহাওয়া কর্তারা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এই দুইয়ের যোগফলেই বসন্তে বৃষ্টি পাচ্ছে রাজ্যবাসী।
The post দক্ষিণবঙ্গে আজও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি, চলবে সপ্তাহজুড়ে appeared first on Sangbad Pratidin.
