shono
Advertisement
Weather Update

সামান্য পতন তাপমাত্রার পারদে! সরস্বতী পুজোয় সুখবর শোনাল হাওয়া অফিস

অন্যান্য বছরের তুলনায় অবশ্য বসন্ত পঞ্চমী খানিকটা উষ্ণই, কত থাকবে তাপমাত্রা?
Published By: Sucheta SenguptaPosted: 09:40 AM Jan 22, 2026Updated: 09:58 AM Jan 22, 2026

এবছরের বসন্ত পঞ্চমী যে বেশ উষ্ণতায় কাটবে, তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। তা নিয়ে উৎসবপ্রিয় বাঙালি বেশ মুষড়ে পড়েছিল। ভোরবেলা চিরাচরিত শীতের আমেজে বাণীবন্দনার পরিবেশে তাল কাটবে, তা ভেবেই যত হতাশা। কিন্তু সরস্বতী পুজোর ঠিক আগের দিনই তাঁদের কিছুটা চাঙ্গা হওয়ার মতো খবর শোনাল আবহাওয়া অফিস। শুক্র ও শনিবার তাপমাত্রার পারদ সামান্য হলেও নামবে বলে পূর্বাভাস। ফলে সরস্বতী পুজো নেহাৎ খাপছাড়া কাটবে না, কিছুটা ঠান্ডা উপভোগ করাই যাবে।

Advertisement

সরস্বতী পুজোর ঠিক আগের দিনই সুখবর শোনাল আবহাওয়া অফিস। শুক্র ও শনিবার তাপমাত্রার পারদ সামান্য হলেও নামবে বলে পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূ্ত্রে খবর, পাকিস্তান ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ইরানে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে ২৬ জানুয়ারি সোমবার। পরপর পশ্চিমী ঝঞ্ঝার জেরেই শীত কার্যত বিদায় নিতে চলেছে। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ ও অসমে রয়েছে জোড়া সক্রিয় ঘূর্ণাবর্ত। এত কিছুর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। আগামী পাঁচ থেকে সাতদিন তাপমাত্রার ওঠাপড়া চলবে। শুক্র ও শনিবার ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ফের রবি ও সোমবারে সেই তাপমাত্রা আবার বাড়বে।

সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও পারদ একই থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে কিছুটা কম তাপমাত্রার কারণে আরও কয়েকটা দিন শীতল আমেজ জারি থাকতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এই জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার কথা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। কলকাতা-সহ বাকি জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। দিনের বেলায় শীতের আমেজ কার্যত উধাও। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। বড়সড় পরিবর্তন না থাকলেও পারদ ওঠানামা করবে। শুক্র এবং শনিবার কিছুটা নামবে কারণ ফের ঊর্ধ্বমুখী হবে রবিবার ও সোমবার। কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। দিনের বেলায় শীতের আমেজ কার্যত উধাও। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচদিন। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯২ শতাংশ। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement