shono
Advertisement
South 24 Parganas

৮০ লক্ষ টাকার বেশি মূল্যের মাদক উদ্ধার, ঘুটিয়ারি শরিফে পুলিশের জালে মহিলা

পুলিশ ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে।
Published By: Suhrid DasPosted: 05:00 PM Mar 08, 2025Updated: 05:16 PM Mar 08, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বিপুল অঙ্কের টাকার হেরোইন উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নগদ টাকা ও সোনার অলঙ্কার। ঘটনায় পুলিশ গুলবানু বিবি নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। ঘুটিয়ারি শরিফ থানার পুলিশ ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ মাকালতলা এলাকার মনিরুল লস্করের বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। ওই বাড়িতেই ভাড়া থাকেন ওই মহিলা। ঘরের ভিতর তল্লাশি শুরু হয়। ঘরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় হেরোইন। মোট ৭৮৮ গ্রাম হেরোইন ঘর থেকে পাওয় গিয়েছে। ওই মাদকের বাজারমূল্য ৮০ লক্ষ টাকার উপরে। এছাড়াও তল্লাশি চালিয়ে বেশ কিছু নগদ টাকা ও অলঙ্কার পাওয়া গিয়েছে। মিলেছে আনুসঙ্গিক জিনিসপত্র। উদ্ধার হওয়া সব কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত মহিলা কি পাচারে লিঙ্কম্যান হিসেবে কাজ করেন? নাকি তিনি পাচারের কারবারি? সেই বিষয়টি তদন্ত করতে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে একাধিক তথ্য পাওয়া যাবে। আরও পাচারকারীদের সন্ধান পাওয়া যেতে পারে বলেও অনুমান। সেই কথাই মনে করা হচ্ছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকায় মাদক কারবার চলে বলে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিপুল অঙ্কের টাকার হেরোইন উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফে।
  • এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নগদ টাকা ও সোনার অলঙ্কার।
  • ঘটনায় পুলিশ গুলবানু বিবি নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে।
Advertisement