shono
Advertisement

কমিশনের দাবি খারিজ, পঞ্চায়েত ভোটে প্রতি ব্লকে পর্যবেক্ষক দিল না রাজ্য

প্রতিটি ব্লকে পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়েছিল কমিশন। The post কমিশনের দাবি খারিজ, পঞ্চায়েত ভোটে প্রতি ব্লকে পর্যবেক্ষক দিল না রাজ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 01:16 PM Apr 09, 2018Updated: 01:22 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী নিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু, সুপ্রিম কোর্টের নির্দেশে সেই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। এবার পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দাবি মানল না রাজ্য সরকার। সূত্রের খবর, প্রতিটি ব্লকে একজন পর্যবেক্ষক নিয়োগ করতে চেয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিল কমিশন। কিন্তু শেষ পর্যন্ত, দু’টি ব্লকের জন্য একজন করে পর্যবেক্ষক দিতে রাজি হয়েছে নবান্ন। কমিশনে জমা পড়েছে ১৭১ জন পর্যবেক্ষকের নামের তালিকা। প্রতিটি জেলায় পর্যবেক্ষক হিসেবে আইএএস অফিসারদের নামের তালিকা জমা দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

[পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ নয়, সুপ্রিম কোর্টের রায়ে মুখ পুড়ল বিজেপির]

বিডিও অফিসে পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তি চলছে রাজ্যে। কমিশনের নির্দেশে শনিবার থেকে এসডিও অফিসেও মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে। সোমবার মনোনয়ন পেশের শেষ দিন। এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে সংঘর্ষ থামাতে গিয়ে বিডিও অফিসের সামনে গুলিবিদ্ধ হয়েছেন উস্তি থানার এসআই। জানা দিয়েছে, পঞ্চায়েত ভোটের প্রতিটি ব্লকে একজন করে পর্যবেক্ষক করতে চেয়েছিল কমিশন। পর্যাপ্ত সংখ্যায় পর্যবেক্ষক চেয়ে নবান্নে চিঠি পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক। প্রয়োজন ছিল ৩৪২ জন পর্যবেক্ষকের। কিন্তু, কমিশনকে মাত্র ১৭১ জন পর্যবেক্ষক দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ প্রতিটি ব্লকে নয়, পঞ্চায়েত ভোটে দু’টি ব্লকের জন্য একজন করে পর্যবেক্ষক থাকবেন। আর প্রতিটি জেলায় থাকবেন একজন পর্যবেক্ষক। জেলায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন আইপিএস পদমর্যাদার প্রশাসনিক আধিকারিকরা। তাঁদের নামের তালিকা কমিশনে জমা দিয়েছে সরকার। এদিকে সোমবার নির্বাচনের কমিশনের দপ্তরে যান তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। দুপুরে কমিশনে যাওয়ার কথা বামেদেরও।

[বিজেপির মহিলা প্রার্থীকে তরোয়াল দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারে চাপ]

The post কমিশনের দাবি খারিজ, পঞ্চায়েত ভোটে প্রতি ব্লকে পর্যবেক্ষক দিল না রাজ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement