সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০, ৫০০ এবং ৫০ টাকার নতুন নোট আসার পর থেকে বাজারে নানারকম বিভ্রান্তি। কখনও নোটের গঠন নিয়ে প্রশ্ন উঠেছে, কখনও এটিএম থেকে বেরিয়েছে ২০০০ টাকার পোড়া নোট। এবার ৫০ টাকার নোট নিয়ে জটিলতা তৈরি হল হুগলিতে।
[এটিএম থেকে বেরোল ২০০০ টাকার পোড়া নোট, রাজ্যে বিভ্রান্তি]
শ্রীরামপুরের মানিকতলার বাসিন্দা অজিত দাস তার প্যান্ট কাচতে দিয়েছিলেন। কিন্তু প্যান্টের মধ্যে ছিল মানিব্যাগ। মানিব্যাগ জল থেকে বের করার পর দেখান সব নোট ভিজে গিয়েছে। ব্যাগ খোলার পর তিনি চমকে যান। দেখেন মানিব্যাগে থাকা প্রতিটি নোট নীল রঙ। তাঁর ধারণা নতুন ৫০ টাকার নতুন নোট থেকেই রঙ ছড়ায়। মানিব্যাগে একটি নতুন ৫০ টাকার নোট ছাড়াও ছিল ৫০০, ১০০ ও ১০ টাকার নোট। সব নোটে রং লাগায় বিপাকে পড়েন পেশায় কলমিস্ত্রি অজিতবাবু। তিনি ওই টাকা দিয়ে জিনিস কিনতে গেলে কেউ তা নিতে চায়নি। শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় তিনি আরও বিপাকে পড়েন। রবিবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে। সোমবার তিনি ওই নোট নিয়ে ব্যাঙ্কে যাবেন বলে ঠিক করেছেন। তবে মানিব্যাগে টাকা ছাড়া আর অন্য কিছু ছিল কিনা তা অবশ্য তিনি মনে করতে পারছেন না। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন অন্য কোনও সামগ্রী থেকে নোটে রঙ ছড়াতে পারে।
[মুকুলের ‘বিশ্ববাংলা’ মন্তব্যের দায় নেবে না বিজেপি, স্পষ্ট করলেন দিলীপ]
৫০ টাকার নোট সম্প্রতি বাজারে এসেছে। এখনও সেভাবে সবার হাতে পৌঁছয়নি। ব্লু ফ্লুরোসেন্ট রঙের নোটটি ছাপা হয়। শ্রীরামপুরের ঘটনায় নোটের রঙ এবং মান নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে বাজারে যেসব নোট রয়েছে, তা ভিজে গেলে এমন রঙ ওঠার কথা জানা যায়নি। তবে এই ঘটনায় বিভ্রান্তির পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন।
The post ভেজা ৫০ টাকার নোটের রঙে নষ্ট অন্য নোটও, দাবিতে বিভ্রান্তি appeared first on Sangbad Pratidin.
