shono
Advertisement

জঙ্গলে ঢুকেছে একশো হাতি, বনদপ্তরের বিরুদ্ধে আন্দোলনের পথে গ্রামবাসীরা

হাতি তাড়ানোর দাবিতে পথ অবরোধ জঙ্গলমহলে৷ The post জঙ্গলে ঢুকেছে একশো হাতি, বনদপ্তরের বিরুদ্ধে আন্দোলনের পথে গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Aug 15, 2018Updated: 07:30 PM Aug 15, 2018

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: জঙ্গলে ঢুকে পড়েছে দলমার ১০০টি হাতি৷ গত কয়েক সপ্তাহে হাতির তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে চাষের জমি৷ বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পশ্চিম মেদিনীপুরের লালগড়ের বাসিন্দারা৷ শুরু হয়ে গিয়েছে আন্দোলনের তোড়জোড়৷ দিন কয়েক আগে হাতি তাড়ানোর দাবিতে লালগড়ে পথ অবরোধও করেছিলেন স্থানীয় বাসিন্দারা৷

Advertisement

[জঙ্গল থেকে দল বেঁধে গ্রামে ঢুকছে দলমার হাতি, আতঙ্কে স্থানীয়রা]

দশ-পনেরো ব্যবধানে ঝাড়খণ্ডের দিক থেকে কংসাবতী নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ঢুকছে হাতির দল৷ কয়েকটি হাতি আবার পাকাপাকি থেকে যাচ্ছে এ রাজ্যেই৷ গত কয়েক বছরে দলমার হাতির গতিপ্রকৃতি পালটে গিয়েছে৷ অথচ বনদপ্তরের কোনও হুঁশ নেই৷ অন্তত তেমনই দাবি লালগড়ের জঙ্গলে লাগোয়া গ্রামগুলি বাসিন্দাদের৷ গত সপ্তাহ ধরে হাতির উপদ্রবে রীতিমতো বিরক্ত তাঁরা৷ বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে৷ গ্রামবাসীরা জানিয়েছে, কাকভোরে দল বেঁধে গ্রামে ঢুকে পড়ছে দাঁতাল হাতির দল৷ হাতির তাণ্ডবে নষ্ট হচ্ছে চাষের জমি, ভাঙছে ঘরবাড়ি৷ পরিস্থিতি এমনই, যে রাত জেগে গ্রাম পাহারা দিতে হচ্ছে তাঁদের৷ তাতে অবশ্য বিশেষ লাভ হচ্ছে না৷ এদিকে বনদপ্তর নিষ্ক্রিয় বলে অভিযোগ৷ গ্রামবাসীদের ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছে, যে বনদপ্তরের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনের তোড়জোড় করছেন তাঁরা৷ দিন কয়েক আগে হাতি তাড়ানোর দাবিতে লালগড়ে পথ অবরোধও করা হয়েছিল৷

দলমা থেকে কতগুলি হাতি ঢুকেছে লালগড়ের জঙ্গলে?  বনদপ্তরের হিসেব বলছে, লালগড়ের জঙ্গলে আগে থেকে ২০-২২টি হাতি ছিলই৷ গত কয়েক সপ্তাহে দলমা থেকে আরও হাতি চলে এসেছে৷ এখন সংখ্যাটা প্রায় একশো! বনকর্মীদের দাবি, হাতিগুলিকে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা চলছে৷ এদিকে আবার হস্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত কয়েক বছরে লালগড় পশ্চিম মেদিনীপুর জেলা বনভূমির পরিমাণ বেড়েছে৷ জঙ্গলে নিরবিচ্ছিন্ন খাবারের জোগানও দলমা থেকে ঘনঘন হাতিদের এ রাজ্যে চলে আসার একটি কারণ৷     

[দেশ ফিরে পেয়েছেন, স্বাধীনতা দিবসে উৎসবের মেজাজ ‘ছিটমহলে’ও

The post জঙ্গলে ঢুকেছে একশো হাতি, বনদপ্তরের বিরুদ্ধে আন্দোলনের পথে গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement