shono
Advertisement
Hawrah

বড় সাফল্য হাওড়া পুলিশের, নিখোঁজ হওয়ার ১৭ ঘন্টার মধ্যে উদ্ধার লিলুয়ার বিশেষভাবে সক্ষম যুবক

পুলিশ কর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন রোহমের বাবা সঞ্জীব চন্দ।
Published By: Suhrid DasPosted: 04:55 PM Feb 02, 2025Updated: 05:29 PM Feb 02, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিশেষভাবে সক্ষম এক যুবক। একদিনের মধ্যে পুলিশের তৎপরতায় তাঁকে ফিরে পেল পরিবার। রোহম চন্দ নামে বছর আটাশের ওই যুবকের বাড়ি হাওড়ার লিলুয়ায়। তাঁকে উদ্ধার করা হয়েছে ওই জেলারই ব্যাটরা থানার দেশপ্রাণ শাসমল রোড থেকে। পুলিশের ভূমিকায় ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে ওই পরিবার। পুলিশ কর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন রোহমের বাবা সঞ্জীব চন্দ।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে খবর, শনিবার রাত আটটা নাগাদ লিলুয়ার বাড়ি থেকে বেরিয়ে যান রোহম। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশপাশের লোকজনকেও বিষয়টি জানানো হয়েছিল। সেখান থেকে জানা যায়, রোহমকে লিলুয়া রেল স্টেশনের দিকে যেতে দেখা গিয়েছে। পরিবারের লোকজন লিলুয়া রেল স্টেশনে গিয়ে গোটা বিষয়টি আরফিএফকে জানায়। স্টেশনের সিসিটিভি পরীক্ষা করে ছেলেকে চিহ্নিত করা হয়।

দেখা যায়, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওড়া-বর্ধমান লোকালের ভেন্ডার কামরায় উঠেছেন। সেই কামরায় তাঁকে ওঠার জন্য এক ব্যক্তি আঙুল দিয়ে কী যেন দেখাচ্ছেন। তারপর ওই ট্রেনটি ছেড়ে চলে যায়। রোহম ওই ট্রেন থেকে আর নামেননি। আরপিএফের সাহায্যে ব্যান্ডেল পর্যন্ত সিসিটিভি দেখা হয়। কিন্তু তাঁকে কোনও স্টেশনে দেখতে পাওয়া যায়নি।

ফলে আরও দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে ওই পরিবারে। লিলুয়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়। আশপাশের থানাতেও ওই যুবকের ছবি পাঠানো হয়। অন্যান্য জায়গাতেও তাঁর সন্ধান চলতে থাকে। রবিবার সকাল পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে খুঁজতে তদন্তে নেমেছিল রেল পুলিশ ও হাওড়া সিটি পুলিশ। অবশেষে রবিবার দুপুরে ব্যাঁটরার দেশপ্রাণ শাসমল রোড থেকে টহলদারি পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দেশপ্রাণ শাসমল রোডে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকেন ওই যুবক। তাঁকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে ছবি দেখে মিলিয়ে লিলুয়া থানার সঙ্গে যোগাযোগ করা হয়।

লিলুয়া থানার থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাটরা থানার পুলিশ তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। ছেলেকে ফিরে পেয়ে পুলিশের ভূমিকায় পঞ্চমুখ ওই পরিবার। কিন্তু কিভাবে ওই যুবক সেখানে গেলেন,  তাই নিয়ে ধন্দ রয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিশেষভাবে সক্ষম এক যুবক।
  • রোহম চন্দ নামে বছর আটাশের ওই যুবকের বাড়ি হাওড়ার লিলুয়ায়।
  • ব্যাটরা থানার পুলিশ তাঁকে উদ্ধার করেছে।
Advertisement