shono
Advertisement

হেলথ ক্নিনিকের আড়ালে কিডনি পাচার! হাওড়ার জগাছা থেকে গ্রেপ্তার মহিলা

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশ৷ The post হেলথ ক্নিনিকের আড়ালে কিডনি পাচার! হাওড়ার জগাছা থেকে গ্রেপ্তার মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 PM Sep 30, 2018Updated: 01:35 PM Sep 30, 2018

অরিজিৎ গুপ্ত, হাওড়া: হেলফ ক্নিনিকের আড়ালে কিডনি পাচার! হাওড়ার জগাছা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল উত্তরাখণ্ড পুলিশ৷ ধৃতকে ট্রানজিট রিমান্ডে সে রাজ্যে নিয়ে যাওয়া হবে৷

Advertisement

[ মোদির প্রশংসা করে ফেসবুকে পোস্ট ছেলের, মাকে খাওয়ানো হল প্রস্রাব]

ধৃতের নাম চন্দনা গুড়িয়া৷ আদি বাড়ি হাওড়ার বাগনানে৷ বছর খানেক জগাছার জিআইপি কলোনিতে বাড়ি ভাড়া নেন চন্দনা৷ একাই থাকতেন তিনি৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জগাছায় বাড়ি ভাড়া নেওয়ার সময় নিজেকে নার্স বলে পরিচয় দিয়েছিলেন চন্দনা৷ বস্তুত, এক বছর আগে বাড়ির কাছে একটি হেলফ ক্নিনিকও খোলেন তিনি৷ এলাকাবাসীদের দাবি, ক্নিনিকটি দিনের বেশিরভাগ সময়েই বন্ধ থাকত৷ দরজা-জানালাও পর্দা দিয়ে ঢেকে রাখা হত৷ ফলে ক্নিনিক ভিতরে কী চলছে, তা টের পাননি তাঁরা৷ শনিবার রাতে হাওড়া সিটি পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ভাড়াবাড়ি থেকে চন্দনা গুড়িয়াকে গ্রেপ্তার করল উত্তরাখণ্ড পুলিশ৷ তদন্তকারী জানিয়েছেন, গত বছর হরিদ্বারে দুই ব্যক্তির কিডনি বিক্রি করে দেওয়া হয়৷ তদন্তে নেমে বেশ কয়েকজন গ্রেপ্তার করে উত্তরাখণ্ড পুলিশ৷ ধৃতদের জেরা করেই জগাছার চন্দনা গুড়িয়ার নাম জানা যায়৷ তাঁকে ধরতে অবশ্য রীতিমতো বেগ পেতে হয় উত্তরাখণ্ড পুলিশকে৷ শেষ পর্যন্ত হাওড়া সিটি পুলিশের সঙ্গে যোগযোগ করে তারা৷ অভিযুক্ত ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ড নিয়ে যাবেন তদন্তকারীরা৷

কাশ্মীরে কাজ করতে গিয়ে কিডনি পাচারকারীদের খপ্পরে পড়েছিলেন বীরভূমের তিন যুবক৷ বছর পাঁচেক তাঁদের কোনও খোঁজ ছিল না৷ গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়ে ওই তিন যুবকের কিডনি বিক্রির কথা জানানো হয়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল রামপুরহাটের মাড়গ্রামে৷ পূর্ব মেদিনীপুরের এগরায় আবার কৃষিঋণ মেটানোর টোপ দিয়ে কিডনি পাচারের অভিযোগ ওঠেছে৷

[ দাদার সঙ্গে হাত মিলিয়ে প্রেমিককে খুন, দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড]

The post হেলথ ক্নিনিকের আড়ালে কিডনি পাচার! হাওড়ার জগাছা থেকে গ্রেপ্তার মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement