shono
Advertisement

সংসারে অভাব, গঞ্জনা সহ্য করতে না পেরে স্ত্রীকে মাথা থেঁতলে খুন!

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়। The post সংসারে অভাব, গঞ্জনা সহ্য করতে না পেরে স্ত্রীকে মাথা থেঁতলে খুন! appeared first on Sangbad Pratidin.
Posted: 05:17 PM Jul 25, 2019Updated: 06:43 PM Jul 25, 2019

পলাশ পাত্র, তেহট্ট: শারীরিক অসুস্থতার কারণে মাস দেড়েক ধরে কোনও কাজ করতে পারছেন না। রোজগার নেই, সংসারে চরম অভাব। গঞ্জনা সহ্য করতে না পেরে, শেষপর্যন্ত স্ত্রীকে খুন করে ফেলল এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ৷ 

Advertisement

[ আরও পড়ুন: ২৩ মাস পর মনুয়াকাণ্ডে রায় ঘোষণা আদালতের, দোষী সাব্যস্ত মৃতের স্ত্রী ও প্রেমিক]

চাপড়ায় ছোট আন্দুলিয়া উত্তর পাড়ায় থাকেন হোসেন শেখ।  কলকাতায় একটি দোকানে কাজ করতেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস দেড়েক আমচকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন হোসেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর টিবি হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে প্রায় মাস দেড়েক ধরে বাড়িতেই ছিলেন। কলকাতা কাজে করতে যেতে পারছিলেন না। এদিকে হোসেন শেখের রোজগারেই সংসার চলে। তিনি কাজে যেতে না পারায় সংসারে অভাব চরমে পৌঁছে গিয়েছিল। প্রতিবেশীদের দাবি, গত কয়েক দিন ধরে  হোসেনের বাড়িতে  খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এদিকে কিছু বলতে গেলেই হোসেন শেখের সঙ্গে তাঁর স্ত্রীর অশান্তি হত। বৃহস্পতিবার সকালেও যথারীতি স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি শুরু হয়। রাগের মাথায় শিল-নোড়া দিয়ে হোসেন শেখ, তাঁর স্ত্রী রেশমা বিবির মাথায় আঘাত করতে থাকে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ। ঘটনাটি কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর হোসেন শেখ পালিয়ে গেলেও, পরে তাকে গ্রেপ্তার করে চাপড়া থানার পুলিশ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগেও একবার বিয়ে হয়েছিল হোসেন শেখের। সন্তানও আছে তাঁর। বছর দেড়েক আগে ফের রেশমা বিবি বিয়ে করেন তিনি। রেশমা স্বামীর থেকে বয়সে অনেকটাই ছোট ছিলেন। রেশমার বাপের বাড়ি কৃষ্ণনগরে।  

[আরও পড়ুন: সন্তান কাণ্ডে নয়া মোড়, স্বামীকে ফেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেল স্বপ্না]

 

The post সংসারে অভাব, গঞ্জনা সহ্য করতে না পেরে স্ত্রীকে মাথা থেঁতলে খুন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement