shono
Advertisement

মানসিক ভারসাম্যহীন তরুণীকে নিষিদ্ধপল্লিতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা

দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এই অসাধু চক্র, অনুমান পুলিশের। The post মানসিক ভারসাম্যহীন তরুণীকে নিষিদ্ধপল্লিতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:34 PM May 10, 2018Updated: 10:23 AM May 11, 2018

সোমনাথ পাল, বনগাঁ:  মানসিক ভারসাম্যহীন তরুণী। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেড়িয়ে পড়তেন। আর সেই সুযোগে এক মহিলা ওই তাঁকে  কলকাতার নিষিদ্ধপল্লিতে পাচার করার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু, নিষিদ্ধপল্লি থেকে পালাতে পারলেও, বাড়ি ফিরতে পারেননি তিনি। শেষপর্যন্ত  বাড়ি ফিরলেন কেষ্টপুরের বাসিন্দাদের উদ্যোগে। ঘটনায় মালতি মণ্ডল নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।

Advertisement

[অন্য ধর্মের যুবকের সঙ্গে প্রেমে নারাজ পরিবার, বিষ খেয়ে আত্মঘাতী তরুণী]

মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর বয়স ১৯। বাড়ি বনগাঁর সাতবেরিয়া এলাকায়। পরিবারের লোকেরা জানিয়েছেন, মাঝমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। আবার ফিরেও আসতেন। গত ২৯ এপ্রিল দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই তরুণী। পরিবারের লোকেদের অভিযোগ, বনগাঁ স্টেশনে মালতি মণ্ডল নামে ওই মহিলা সঙ্গে আলাপ হয় তাঁর। ওই কিশোরীকে ট্রেন চাপিয়ে কলকাতায় নিয়ে যায় মালতী। সোনাগাছি এলাকার নিষিদ্ধপল্লিতে তাঁকে পাচার করার চেষ্টা করে সে। কোনওমতে সেখান থেকে পালিয়ে যান ওই তরুণী। কেষ্টপুরের রাস্তায় তাঁকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ওই কিশোরীর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেন। শেষপর্যন্ত, মেয়েকে ফিরে পান পরিবারের লোকেরা। এদিকে গোটা ঘটনার কথা জানার পর বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে পাচারে অভিযুক্ত মালতী মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, বনগাঁর থানার কালীতলা এলাকায় থাকে মালতী। দীর্ঘদিন ধরেই নারী পাচারের সঙ্গে জড়িত সে। তাকে জেরা করে চক্রের পাণ্ডাদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

[সরকারি হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক নেই, CMOH-কে ঘিরে বিক্ষোভ]

The post মানসিক ভারসাম্যহীন তরুণীকে নিষিদ্ধপল্লিতে পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement