shono
Advertisement

অবৈধ সম্পর্ক ফাঁসের জের, সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মহিলা

পুলিশি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃতার৷ The post অবৈধ সম্পর্ক ফাঁসের জের, সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 PM Aug 20, 2018Updated: 03:53 PM Aug 20, 2018

শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: অবৈধ সম্পর্ক জানাজানি হওয়ার ভয়ে সাত বছরের সন্তানকে খুন করল মহিলা৷ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে ধৃতার নাম বিমলা রায়৷ টানা ৪৮ ঘণ্টা জেরার পর খুনের কথা কবুল অভিযুক্তের৷ সাত বছরের শিশুকে খুনের ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই মহিলার প্রেমিক৷ অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের৷

Advertisement

[উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, আগামী ২ দিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা]

গত শনিবার শ্বাসরোধ করে খুনের পর সাত বছরের শিশুকে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পশ্চিম বোগ্রাম গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পরে পুলিশ পৌঁছে মৃত শিশু দেবু রায়ের (৭) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷

[চারিদিকে শুধু জল! কেরলে কাজে গিয়ে প্রাণসংশয়ে বাঁকুড়ার শ্রমিকরা]

শিশুর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নামে পুলিশ৷ ওই দিনই অভিযুক্ত মহিলাকে থানায় ডেকে পাঠিয়ে দফায় দফায় জেরা করে পুলিশ৷ জেরায় মহিলার বয়ানে অসঙ্গতি মেলে৷ তদন্তকারী আধিকারিকদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে৷ ঘটনার কিনারা করতে ৪৮ ঘণ্টা ধরে ওই মহিলাকে জেরা করা হয়৷ পরে পুলিশি জেরায় ভেঙে পড়ে ওই মহিলা৷ কবুল করে অপরাধ৷ জেরায় অভিযুক্ত ওই মহিলা পুলিশকে জানিয়েছে, প্রেমিকের সঙ্গে অবৈধ সম্পর্ক দেখা ফেলার জেরে সাত বছরের ওই শিশুকে শ্বাসরোধ করে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল৷ অবৈধ সম্পর্ক লোকমুখে জানাজানি হওয়ার ভয়ে প্রেমিককে নিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অনুমান পুলিশের৷ অভিযুক্ত ওই মহিলার প্রেমিকের সন্ধান শুরু করেছে পুলিশ৷ ইতিমধ্যেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ পথ অবরোধ করে বিক্ষোভও দেখান তাঁরা৷

[মল্লিকার পরিবারের লড়াই এখন অঙ্গদানের প্রচারের মুখ, উদ্বুদ্ধ করতে আগ্রহী স্বাস্থ্যমহল]

The post অবৈধ সম্পর্ক ফাঁসের জের, সন্তানকে শ্বাসরোধ করে খুন করল মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement