নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: অসৎ সঙ্গে পড়ে মদের নেশা ধরেছে ছেলে। নেশার টাকা না পেলেই বাড়িতে অশান্তি! নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েও রেহাই মিলল না। পুজোর সময়ে বাড়িতে ফিরে নিজের ভাইকে পিটিয়ে খুন করল মাদকাসক্ত ওই যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায় বনগাঁয়। ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে মঙ্গলবার সকালে বনগাঁ স্টেশনে বেঞ্জামিনকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। শুরু হয় মারধর। তাকে আটক করেছে আরপিএফ।
[স্কুলের যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট দিদি ও ভাই]
পুরাতন বনগাঁর সাতভাই কালীতলায় এলাকায় সপরিবারে থাকেন লিটু বাগচি। পেশায় তিনি দিনমজুর। স্ত্রী, দুই ছেলে ও মেয়েকে নিয়ে অভাবের সংসার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লিটু বাগচির ছোট ছেলে তারণ অত্যন্ত শান্ত স্বভাবের। স্থানীয় দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্র তিনি। বড় ছেলে বেঞ্জামিনের ভাইয়ের ঠিক উলটো। তার উপর কয়েক বছর আগে বন্ধুদের পাল্লায় পড়ে আবার মদের নেশাও ধরেছিল সে। নেশার টাকার জন্য প্রায়ই অশান্তি করত বেঞ্জামিন। নেশা ছাড়াতে ছেলেকে নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলেন লিটুবাবু। তাতে কাজও হয়েছিল। কিন্তু পুজোর ছুটিতে বাড়ি ফিরে ফের নেশা করতে শুরু করে বেঞ্জামিন। বাগচি বাড়িতে আবারও অশান্তি শুরু হয়।
জানা গিয়েছে, সোমবার রাতে নেশার টাকা না পেয়ে বাড়িতে অশান্তি করছিল বেঞ্জামিন। তখন ঘুমোচ্ছিলেন তার ছোট ভাই তারণ। পরিবারের লোকেদের অভিযোগ, আমচকাই ঘুমন্ত ভাইকে মুগুর দিয়ে মেরে চম্পট দেয় বেঞ্জামিন। রক্তাক্ত অবস্থায় তারণকে নিয়ে যাওয়া হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। কিন্তু, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। থানায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে মঙ্গলবার সকালে বনগাঁ স্টেশন থেকে অভিযুক্ত বেঞ্জামিন বাগচিকে আটক করেছে আরপিএফ। স্টেশনে দেখতে পেয়ে তাকে স্থানীয় বাসিন্দারা মারধর শুরু করেছিলেন বলে জানা গিয়েছে।
[ বর্ধমান হাসপাতাল চত্বরে বধূকে ধর্ষণ, অভিযুক্তকে হাতেনাতে ধরলেন স্বামী]
The post নেশার টাকা না পেয়ে ভাইকে পিটিয়ে খুন মদ্যপ যুবকের appeared first on Sangbad Pratidin.
