shono
Advertisement

ছাগল চুরির অভিযোগ, সালিশি সভার নিদানে মাথা মুড়িয়ে গ্রামে ঘোরানো হল যুবককে

কোথায় ঘটল এমন ঘটনা? The post ছাগল চুরির অভিযোগ, সালিশি সভার নিদানে মাথা মুড়িয়ে গ্রামে ঘোরানো হল যুবককে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM Aug 10, 2018Updated: 09:36 PM Aug 10, 2018

শংকরকুমার রায়, রায়গঞ্জ: ছাগল চোর সন্দেহে সালিশি সভা বসাল গ্রামবাসীরা৷ সালিশি সভার নিদান অনুযায়ী যুবকের মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটা গ্রাম৷ ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুরের করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের নাকল গ্রাম৷

Advertisement

[মায়ের কথা মনে পড়ে গেল, বৃদ্ধার সাহায্যার্থে এই কাজটাই করলেন পুলিশ আধিকারিক]

নাকল গ্রাম মূলত আদিবাসী অধ্যুষিত৷ দিনকয়েক আগে ওই গ্রাম থেকে একটি ছাগল চুরি যায়৷ এক গ্রামবাসী দাবি করে, ওই ছাগলটি চুরি করেছেন স্থানীয় যুবক রাজু বসাক৷ বিলাসপুর হাটে বৃহস্পতিবার সে ওই ছাগল বিক্রি করতে যায় বলেও দাবি গ্রামবাসীদের৷ রাজু গ্রামে ফিরতেই তাকে ঘিরে ধরেন গ্রামবাসীরা৷ শুরু হয় মারধর৷ বসানো হয় সালিশি সভা৷ সালিশি সভায় মাতব্বররা নিদান দেয় ছাগল চুরির অপরাধে রাজুকে মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হবে৷ সেই অনুযায়ী গোটা গ্রামও ঘোরানো হয় তাঁকে৷

[আবুধাবিতে কাজে গিয়ে খুন নদিয়ার যুবক, বাড়ছে রহস্য]

[শিলিগুড়িতে স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা শপিং মল, অভিনব উদ্যোগ এসজেডিএ-র]

ইতিমধ্যেই খবর পৌঁছয় করণদিঘি থানার পুলিশের কাছে৷ আইসি পরিমল চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়৷ মাতব্বরদের কাজে বাধা দেন পুলিশকর্তারা৷ কিন্তু তাতেও লাভ হয়নি কিছুই৷ পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পরেন গ্রামবাসীরা৷ শুরু হয় ঝগড়াঝাটি৷ পুলিশের সামনেই বেধড়ক মারধরও করা হয় রাজুকে৷ অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আয়ত্ত্বে আসে৷ উদ্ধার করা হয় ওই যুবককে৷ আইসি পরিমল চক্রবর্তী বলেন, ‘‘মামলা রুজু হয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷ ছাগলটি আদৌ রাজু চুরি করেছিলেন কীনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷’’ জুতোর মালা পরিয়ে ওই যুবককে ঘোরানো হয়েছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি৷ তবে গ্রামে সালিশি সভা বসানো হয়েছিল তা মানতে নারাজ আইসি পরিমল চক্রবর্তী৷

[ক্যানিংয়ে পুলিশের জালে তিন অস্ত্র পাচারকারী, বাজেয়াপ্ত গাড়ি ভরতি আগ্নেয়াস্ত্র]

জখম ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি৷ এদিকে, এই ঘটনার সমালোচনায় সরব আদিবাসী নেতা শ্যামল মাঝি৷ তিনি বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে৷’’

[মেয়ের জন্মদিনে পথশিশুদের ভূরিভোজ দম্পতির, বর্ধমানে মানবিক ছবি]

ছবি ও ভিডিও: দীপিকা দে

The post ছাগল চুরির অভিযোগ, সালিশি সভার নিদানে মাথা মুড়িয়ে গ্রামে ঘোরানো হল যুবককে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement