shono
Advertisement

ঝিরঝিরে বৃষ্টি উপভোগ করতে চান? বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা আপনার জন্য

দেরি কীসের? বেড়িয়ে পড়ুন৷ The post ঝিরঝিরে বৃষ্টি উপভোগ করতে চান? বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা আপনার জন্য appeared first on Sangbad Pratidin.
Posted: 07:54 PM Jul 20, 2018Updated: 08:24 PM Jul 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে কখনও ভারী আবার কখনও বা ঝিরঝিরে বৃষ্টি৷ অফিস পৌঁছতে পৌঁছতে কাকভেজা৷ অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস করে করে আপনি ক্লান্ত৷ বর্ষার মজাটাও ঠিক করে নিতে পারছেন না৷ মন বলছে, কয়েকদিন অফিস থেকে ছুটি নিয়ে দূরে কোথাও পাড়ি দিতে৷ তবে দেরি কীসের? রোজকার জীবনকে গুড বাই করে বাক্স গুছিয়ে বেড়িয়ে পড়ুন৷ বর্ষার মজা নিতে রাজধানীর কাছেপিঠে কয়েকটি জায়গায় ঘুরে আসতে পারেন৷

Advertisement

[খয়েরবাড়িতে বিশ্বমানের লেপার্ড সাফারি, শুরু তোড়জোড়]

শিমলা: বৃষ্টি ধোয়া রাস্তা৷ চতুর্দিকে সবুজ গাছের সারি৷ রঙিন ছাতার মেলা৷ এরই মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি৷ হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ৷ রোজকার ক্লান্তি এভাবে কাটাতে চাইলে, আপনার ডেস্টিনেশন হতেই পারে শিমলা৷ হলফ করে বলা যায়, বছরের যেকোনও সময়ের তুলনায় বর্ষাতেও অপরূপ চেহারা নেয় এই জায়গা৷

উদয়পুরচতুর্দিকে জলাশয়৷ আর জলাশয় লাগোয়া দুর্গে সাজানো উদয়পুর৷ বর্ষায় ভোল বদলে ফেলে জলাশয়ের শহর৷ দুর্গগুলির কাছাকাছি পৌঁছে যায় জলসীমা৷ বৃষ্টির জলে পা ভিজিয়ে উদয়পুরের দুর্গের অতুলনীয় রূপ আপনাকে মুগ্ধ করতে বাধ্য৷

জয়সলমের: বর্ষায় কোথায় বেড়াতে যাবেন, সেই তালিকায় থাকতে পারে জয়সলমেরের নামও৷ একদিকে ইতিহাসের ফিসফিসানি অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য৷ রোজকার ক্লান্তি ভোলাতে এর চেয়ে ভাল ঠিকানা আর কীই বা হতে পারে? সঙ্গে দেখা মিলতে পারে ময়ূরেরও৷

[ভ্রমণে নয়া ব্যবস্থা রেলের, রামনামের তীর্থক্ষেত্রে পৌঁছাতে ‘রামায়ণ এক্সপ্রেস’]

নাগ্গার: পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে, নিজের মধ্যে হারিয়ে যেতে চান? তবে আপনার ডেস্টিনেশন হতেই পারে নাগ্গার৷ পাহাড়, জঙ্গল, পাহাড়ি নদীর মাঝে একলা আপনি৷ ভাবুন তো, কেমন হবে৷ তবে কল্পনাতেই থমকে যাবেন না৷ বরং বর্ষার শেষে বেড়িয়ে পড়ুন নাগ্গারের উদ্দেশ্যে৷

চন্দ্রতাল: বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার চান? তারায় ভরা আকাশ দেখতে দেখতে ঘুমোনোর ইচ্ছা রয়েছে আপনার? তবে দিল্লি থেকে কিছু দূরে বেড়িয়ে আসুন চন্দ্রতালে৷ তাঁবু খাটিয়ে চন্দ্রতালেই কাটাতে পারেন গোটা রাত৷

[শচীন রাজি হলেও নারাজ সৌরভ, বিপাকে সাফারি পার্ক কর্তৃপক্ষ]

অমৃতসর: আপনি কি খাদ্যরসিক? রাস্তার আশেপাশে খাবারদাওয়ারই বেশি পছন্দ করেন? সঙ্গে ছবি তোলার শখও আছে? তবে আর দেরি কেন? বেড়িয়ে পড়ুন অমৃতসরের উদ্দেশ্যে৷ স্বর্ণমন্দির ঘুরে আসার কথা ভুলে যাবেন না কিন্তু৷

 

The post ঝিরঝিরে বৃষ্টি উপভোগ করতে চান? বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা আপনার জন্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement