সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা (Tripura)। বাংলার তৃণমূল বিধায়ককে আশ্রয় দেওয়ায় হোটেল মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে ত্রিপুরার তৃণমূল নেতৃ্ত্ব। দলীয় মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, “হেরে গিয়েছে বুঝেই তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি। এবার হোটেল মালিকদেরও হুমকি দেওয়া হচ্ছে।”
এবারের ঘটনাস্থল তেলিয়ামুড়া। সেখানকার এক হোটেলে রয়েছেন বাংলার তৃণমূল (TMC) বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক খোকন দাস-সহ একাধিক তৃণমূল নেতা। ত্রিপুরার পুরভোটে তৃণমূলের হয়ে প্রচার করতে গিয়েছেন তাঁরা। অভিযোগ, যে হোটেলে তাঁরা থাকছেন, সেখানকার মহিলা মালিককে হুমকি দিচ্ছে বিজেপি। বিধায়ককে হোটেল থেকে বের করে দিতে বলছে। শুক্রবার রাতে হোটেলে গিয়ে কিছু দুষ্কৃতী মালিককে হুমকি দেয় বলে খবর। আতঙ্কিত হোটেল মালিক তাঁদের রাখতে রাজি হননি। আপাতত কোনও হোটেল তাঁদের রাখতে রাজি হচ্ছে না বলে খবর।
[আরও পড়ুন: COVID-19: দেশে এক ধাক্কায় অনেকটা কমল করোনায় মৃত্যু, ৫২২ দিনে সর্বনিম্ন অ্যাকটিভ কেস]
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় তৃণমূল নেতা ও স্টিয়ারিং কমিটির সদস্য আশিসলাল সিং জানান, দলের তরফে পুলিশ সুপার, এসডিপিও-সহ একাধিক প্রশাসনিক কর্তাকে এই ঘটনার কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কথাও তাঁদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের তরফে ত্রিপুরা সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলকে নিরাপদে প্রচার করতে দিতে হবে। যথাযথ নিরাপত্তা দিতে হবে প্রার্থীদের। নির্বাচনও যাতে অবাধ, সুষ্ঠুভাবে হয়, সেই দায়িত্বও বিপ্লব দেব সরকারেরই। ত্রিপুরায় (Tripura) রাজনৈতিক হিংসা নিয়ে তৃণমূলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে একথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরেও অবশ্য সে রাজ্যে হিংসা কমছে না বলেই অভিযোগ তৃণমূলের।
কখনও তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই প্যাকের কর্মীদের ঘরবন্দী করে দেওয়া হয়েছে তো, কখনও আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে। এখন আবার তৃণমূলের প্রচারকদের রাখায় হোটেল মালিক, গাড়ি চালকদের হুমকি দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে দলীয় মুখপাত্র কুণাল ঘোষের খোঁচা, “বাংলার ভোটের সময় তো প্রতিদিন বিজেপির কেন্দ্রীয় নেতারা নিত্য আসা যাওয়া করতেন। বাংলার একাধিক হোটেলে থাকতেন তাঁরা। সেইসময় তৃণমূল কিন্তু এমন কাজ করেনি। আসলে ত্রিপুরা বিজেপি ভয় পাচ্ছে। তাই এমন আচরণ করছে।”