shono
Advertisement

বারাণসী থেকে ভোটে লড়ছেন মোদি, গান্ধীনগর থেকে ময়দানে অমিত শাহ

প্রার্থীতালিকা থেকে বাদ বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা৷ The post বারাণসী থেকে ভোটে লড়ছেন মোদি, গান্ধীনগর থেকে ময়দানে অমিত শাহ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:37 PM Mar 21, 2019Updated: 08:48 PM Mar 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল-কংগ্রেস আগেই ঘোষণা করে দিয়েছিল প্রার্থীতালিকা৷ সেখানে একাধিকবার বৈঠকের পরও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির৷ সেই জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায়৷ এদিনই প্রথম দফায় দেশের ১৮২টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি৷

Advertisement

আগাম ঘোষণা অনুযায়ী লোকসভা নির্বাচনে বারাণসী থেকে লড়ছেন নরেন্দ্র মোদি৷ প্রত্যাশা মতোই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আমেঠি কেন্দ্র থেকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্মৃতি ইরানি৷ তাৎপর্যপূর্ণভাবে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ গুজরাটের গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন তিনি৷ রাজনীতিক বিশ্লেষকদের মতে, ফের এনডিএ ক্ষমতায় এলে বড় পদে বসতে চলেছেন অমিত শাহ৷ এছাড়াও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লখনউ থেকে লড়ছেন রাজনাথ সিং৷ এদিকে, বিক্ষুব্ধ শত্রুঘ্ন সিনহাকে টিকিট দেয়নি দল৷ তার পরিবর্তে পাটনা সাহিব আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন রবিশংকর প্রসাদ৷

[জল্পনার অবসান, প্রথম দফায় রাজ্যের ২৮টি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির]

সংঘ পরিবারের গড় নাগপুর থেকে লড়ছেন নীতীন গড়কড়ি৷ তিনি বলেছেন, ‘‘দল আমার উপর বিশ্বাস রেখেছে৷ এবারে আরও বেশি ব্যবধানে জিতব আমি৷’’ বলা হয়, দিল্লির মসনদের পথ উত্তরপ্রদেশ হয়েই যায়৷ সেই কথা মাথায় রেখে লখনউ থেকে রাজনাথ সিংকে প্রার্থী করেছে বিজেপি৷

এছাড়াও মথুরা থেকে লড়ছেন হেমা মালিনী৷ গাজিয়াবাদ থেকে লড়ছেন জেনারেল ভি কে সিং৷ মুম্বই নর্থ-সেন্ট্রাল থেকে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে লড়ছেন পুনম মহাজন৷ জয়পুর গ্রামীণ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর৷ 

The post বারাণসী থেকে ভোটে লড়ছেন মোদি, গান্ধীনগর থেকে ময়দানে অমিত শাহ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement