shono
Advertisement

রণকৌশল বৈঠকে সব্যসাচীর ভূয়সী প্রশংসা, বিজেপি যোগের জল্পনা বাড়ালেন মুকুল

‘লোকসভা ভোটে সব্যসাচীর ভূমিকা বিজেপির পক্ষে ভাল ছিল’, জল্পনা বাড়িয়ে মন্তব্য মুকুলের৷ The post রণকৌশল বৈঠকে সব্যসাচীর ভূয়সী প্রশংসা, বিজেপি যোগের জল্পনা বাড়ালেন মুকুল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:24 PM Jul 07, 2019Updated: 02:52 PM Jul 08, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে যখন নাজেহাল তৃণমূল শিবির৷ তখনই রাজারহাট-নিউটাউনের বিধায়কের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা মুকুল রায়৷ জানালেন, বিগত লোকসভা নির্বাচনে সব্যসাচী দত্তের ভূমিকা বিজেপির পক্ষে ভাল ছিল। আর শীর্ষ বিজেপি নেতার এই মন্তব্যই আরও একবার বিতর্ক তৈরি করেছে রাজ্য রাজনীতিতে৷ উসকে দিয়েছে নয়া জল্পনা৷

Advertisement

[ আরও পড়ুন: কাজ ও মানসিক চাপ, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অনুব্রত মণ্ডল]

রাজ্যে বিজেপির রণকৌশল ঠিক করতে রবিবার একদিকে যখন আইসিসিআর অডিটোরিয়ামে বৈঠকে বসেছিলেন গেরুয়া শিবিরের রাজ্য ও জাতীয় স্তরের নেতারা৷ সব্যসাচী দত্তের ভাগ্য নির্ধারণে ঠিক তখনই তৃণমূল ভবনে বৈঠক করেন ফিরহাদ হাকিম, সুজিত বসু ও বিধাননগর পুরনিগমের কাউন্সিলরা৷ জানা গিয়েছে, বৈঠক থেকে বেরিয়ে আসার সময়ই মুকুল রায়কে সব্যসাচী প্রসঙ্গে প্রশ্ন করা হয়৷ তাঁর ‘প্রিয় ভাই’য়ের প্রশংসায় পঞ্চমুখ মুকুল রায় উত্তরে বলেন, ‘‘তৃণমূলে থেকেও বিগত লোক লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভাল ভূমিকা নিয়েছে বিধাননগরের মেয়র৷ মাত্র দু’জন কাউন্সিলর সব্যসাচীর বিপক্ষে রয়েছে৷ বাকি কাউন্সিলররা ওঁর পক্ষেই রয়েছে৷ তাহলে অঙ্কটা কি দাঁড়ায়?’’ মেয়রের কাজের সুখ্যাতি করে তিনি আরও জানান, বিধাননগর পুরসভার পরিষেবা দেওয়ার দায়িত্ব যাঁদের, তাঁরা সব্যসাচীর প্রশংসা করছে৷ এবং যারা পরিষেবা পাচ্ছে তারাও প্রশংসা করছে৷ এখানেই শেষ নয়, ক্রমাগত ভাঙতে থাকা তৃণমূলের অন্দরে আরও সন্দেহের বাতাবরণ তৈরি করতেও পিছপা হননি মুকুল রায়৷ তিনি জানান, ‘‘বিগত লোকসভা নির্বাচনে বিরোধী দলের বহু বিধায়ক আমাদের পক্ষে কাজ করেছে। সেজন্যই ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছি আমরা।’’

[ আরও পড়ুন: শাসকের অত্যাচারের শিকার হচ্ছে কর্মীরা’, আবেগে কেঁদে ফেললেন দিলীপ ঘোষ ]

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে বহুবার সব্যসাচী দত্তকে নিয়ে জল্পনা তৈরি করেছেন মুকুল রায়৷ লোকসভা নির্বাচনের আগে সশরীরে তিনি হাজির হন বিধাননগরের মেয়রের বাড়িতে৷ পাত পেড়ে সেখানে লুচি-আলুর দম খান৷ এরপরই কিছুটা বেসুর শোনায় সব্যসাচীকে৷ দলের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দেন তিনি৷ যা নিয়ে অস্বস্তি বাড়ে তৃণমূল শিবিরে৷ সব্যসাচীর দল ছাড়া নিয়ে তীব্র হয় জল্পনা৷ পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সব্যসাচীকে নিয়ে বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু ও জ্যোতিপ্রিয় মল্লিক৷ বৈঠক শেষে রাজারহাট-নিউটাউনের বিধায়ক ঘোষণা করেন, তিনি তৃণমূলেই আছেন৷ কোনওক্রমে ভাঙন রোধ করা হয়৷

The post রণকৌশল বৈঠকে সব্যসাচীর ভূয়সী প্রশংসা, বিজেপি যোগের জল্পনা বাড়ালেন মুকুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement