shono
Advertisement

শমীক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা, মুখ খোলায় বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ

কাঠগড়ায় শমীক ঘনিষ্ঠ বিজেপি নেতা সমর চক্রবর্তী৷ The post শমীক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা, মুখ খোলায় বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:50 AM Aug 10, 2019Updated: 11:50 AM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার৷ কিন্তু এখন নাকি সেই সম্পর্ক রাখতে চাইছেন না তিনি৷ উলটে হুমকি দেওয়াচ্ছেন অনুগামীদের দিয়ে৷ লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য এবং তাঁর এক অনুগামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দলেরই এক নেত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: ‘মানুষের পাশে থাকুন’, জনসংযোগ বাড়াতে ওসিদের নির্দেশ সিপি অনুজ শর্মার]

সম্প্রতি একটি প্রথমসারির ওয়েব পোর্টালের হাতে এসেছে শমীক ভট্টাচার্যের ওই অনুগামীর সঙ্গে অভিযোগকারিনী ওই বিজেপি নেত্রীর কথোপকথনের অডিও৷ সমর চক্রবর্তী ওরফে ভোলা নামে পরিচিত শমীক ঘনিষ্ঠ ওই বিজেপি কর্মীকে যেখানে ফোন করে মহিলাকে মুখ বন্ধ রাখার হুমকি দিতে শোনা যায়৷ ফোনে সরাসরি সাবধান করা হয় মহিলাকে৷ বলা হয়, বেশি বাড়াবাড়ি করলে তাঁর পরিবার ও ছেলেকে বিপদে পড়তে হবে৷ এখানেই শেষ নয়, পুলিশের অভিযোগ জানিয়েও কিছু হবে না বলে আত্মবিশ্বাসের সুরে বলতে শোনা যায় সমর চক্রবর্তী ওরফে ভোলাকে৷ জানা গিয়েছে, বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেত্রী৷

[ আরও পড়ুন: সারদা কাণ্ডে এবার তৃণমূল সাংসদ ডেরেককে জেরা ইডির ]

যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি শমীক ভট্টাচার্য ঘনিষ্ঠ বিজেপি কর্মী সমর চক্রবর্তী৷ কেবল জানান, এফআইআরের কপি তাঁর কাছে পৌঁছেছে৷ এমনকী, বিষয়টি নিয়ে স্পিকটি নট শমীক ভট্টাচার্যও৷ তবে এই ধরনের অভিযোগ তাঁর মতো স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি নেতার গায়ে কালির দাগ লাগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

The post শমীক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা, মুখ খোলায় বিজেপি নেত্রীকে হুমকির অভিযোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement