shono
Advertisement

Breaking News

ঝুলিতে দশ দলের সমর্থন, লোকসভার অধ্যক্ষ হচ্ছেন বিজেপির ওম বিড়লা

বুধবারই হবে নির্বাচন৷ The post ঝুলিতে দশ দলের সমর্থন, লোকসভার অধ্যক্ষ হচ্ছেন বিজেপির ওম বিড়লা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Jun 18, 2019Updated: 07:55 PM Jun 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী নির্বাচিত হলেন রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা৷ সূত্রের খবর, তাঁকে সমর্থন জানিয়েছে দশটি রাজনৈতিক দল৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, ‘‘ওম বিড়লাকে সমর্থনের বিষয়ে আমি কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও কে সুরেশের সঙ্গে কথা বলেছি৷ কিন্তু তাঁরা বিজেপি প্রার্থীকে সমর্থনে রাজি হননি৷’’ তবে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ওম বিড়লার জয় কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

[ আরও পড়ুন: শপথগ্রহণের পর সই করতে ভুললেন রাহুল, নেটদুনিয়ায় কংগ্রেস সভাপতিকে ঘিরে মশকরা]

জানা গিয়েছে, বুধবার হতে চলেছে লোকসভার অধ্যক্ষের নির্বাচন৷ এনডিএ শরিকরা ছাড়াও বিজেপি প্রার্থীকে সমর্থন জানিয়েছে, নবীন পট্টনায়কের বিজেডি এবং জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস৷ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি চন্দ্রবাবু নায়ড়ুর তেলুগু দেশম পার্টি৷ যদিও লোকসভার অধ্যক্ষ হিসাবে বিজেপির অন্দর থেকে একাধিক নাম উঠে আসছিল৷ প্রার্থী হিসাবে উঠে আসছিল বর্ধমানের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দীর্ঘদিনের সাংসদ মানেকা গান্ধী এবং পিপি চৌধুরীর নাম। কিন্তু মঙ্গলবার সেই জল্পনায় ইতি পড়ল৷ এদিনই অধ্যক্ষ পদে নিজের মনোনয়ন পেশ করেন রাজস্থানের কোটার দু’বারের সাংসদ ওম বিড়লা।

[ আরও পড়ুন: বিহারে এনসেফেলাইটিসে মৃত্যু মিছিলের মধ্যেই পার্টিতে ব্যস্ত সাংসদ চিরাগ পাসওয়ান! ]

ইতিমধ্যে অধ্যক্ষ পদে এনডিএ প্রার্থী ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সুমিত্র মহাজন৷ তিনি জানান, ‘‘ওম বিড়লা জি আমার দীর্ঘদিনের বন্ধু৷ লোকসভার অধ্যক্ষ হিসাবে উনি এনডিএ-র প্রার্থী নির্বাচিত হওয়ায় আমি খুব খুশি৷ উনি ইন্ডিয়ান পার্লামেন্টরি গ্রুপের ট্রেজারারের দায়িত্ব সামলেছেন৷ আমার দৃঢ় বিশ্বাস উনি এই দায়িত্বও ভাল ভাবে পালন করবেন৷’’

The post ঝুলিতে দশ দলের সমর্থন, লোকসভার অধ্যক্ষ হচ্ছেন বিজেপির ওম বিড়লা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement