shono
Advertisement

‘ভাল না লাগলে দল ছাড়ুন’, শত্রুঘ্নকে চরম হুঁশিয়ারি মোদির!

বিক্ষুব্ধ বিজেপি সাংসদকে আক্রমণ শীর্ষ বিজেপি নেতার৷ The post ‘ভাল না লাগলে দল ছাড়ুন’, শত্রুঘ্নকে চরম হুঁশিয়ারি মোদির! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 PM Jan 17, 2019Updated: 05:38 PM Jan 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে তাঁর ‘ছত্রিশ কা আখড়া’৷ দলের মধ্যে থেকেও সুযোগ পেলেই শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন তিনি৷ এহেন বিজেপির তিনবারের সাংসদ শত্রুঘ্ন সিনহাকেই এবার দল ছাড়তে বললেন মোদি! না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, ইনি বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি৷ বিক্ষুব্ধ শত্রুঘ্নকে আক্রমণ করে বিজেপির এই নেতা বলেন, ‘‘ভালনা লাগলে দল ছেড়ে দিন৷’’

Advertisement

[সোয়াইন ফ্লু’তে আক্রান্ত অমিত শাহ, অনিশ্চিত রাজ্য বিজেপির কর্মসূচি]

বুধবার একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজনীতিবিদ শত্রুঘ্নকে আক্রমণ করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘যশবন্ত সিনহার সঙ্গ নিয়ে ভুল পথে চালিত হচ্ছেন শত্রুঘ্ন৷ আমি ওঁনাকে সম্মান করি৷ কিন্তু যে ভাষায় দলের সমালোচনা করছেন উনি তা সমর্থনযোগ্য নয়৷ যে দল ওঁনাকে দু’বার লোকসভার সাংসদ করেছে, কেন্দ্রীয় মন্ত্রী করেছে, রাজ্যসভায় পাঠিয়েছে, সেই দলের বিরুদ্ধে এমন আচরণ ঠিক নয়৷’’ আগামী ১৯ তারিখ ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জনসভা৷ যেখানে জমায়েত হওয়ার কথা বিজেপি বিরোধী নেতাদের একটা বড় অংশের৷ সূত্রের খবর, সেই সভাতেও হাজির থাকবেন শত্রুঘ্ন সিনহা৷ তোপ দাগবেন মোদি-শাহের বিরুদ্ধে৷ রাজনৈতিক মহলে জোর চর্চা, আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারাণসী থেকেও লড়াই করতে পারেন তিনি৷ তবে নির্দল হিসাবে লড়বেন নাকি কোনও দলের টিকিটে লড়াই করবেন, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি৷

[ঘরে ফিরলেন ‘উধাও’ বিধায়করা, কিছুটা স্বস্তিতে কুমারস্বামী]

২০১৪-র লোকসভা নির্বাচনের আগে যখন নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছিল গেরুয়া শিবির৷ তখনও এর প্রবল বিরোধিতা করেছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ শত্রুঘ্ন৷ এরপর বিভিন্ন ইস্যুতে শুরু থেকেই মোদি-শাহের বিরুদ্ধাচরণ করেছেন তিনি৷ কখনও গোরক্ষকদের আক্রমণে একের পর এক সংখ্যালঘুর মৃত্যু বা জ্বালানির দাম বৃদ্ধি৷ শত্রুঘ্ন বাণে বিদ্ধ হতে হয়েছে বিজেপির শীর্ষ দুই নেতাকে৷ এমনকী, নোট বাতিল, রাফালে ও বিজয় মালিয়া নিয়েও বিরোধীদের সুরে সুর মিলিয়ে দলবিরোধী কথা বলেছেন শত্রুঘ্ন৷ আক্রমণ করেছেন মোদি-শাহকে৷ সম্প্রতি, সংবাদ সংস্থা এএনআই-কে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ জবাব দিয়েছিলেন বিরোধীদের একের পর এক আক্রমণের৷ সেই সাক্ষাৎকারকে ‘স্ক্রিপটেড’ বলে মোদিকে খোঁচা দিয়েছিলেন শত্রুঘ্ন৷

The post ‘ভাল না লাগলে দল ছাড়ুন’, শত্রুঘ্নকে চরম হুঁশিয়ারি মোদির! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement