shono
Advertisement

ফের রাজনৈতিক বিতর্কে স্বরা ভাস্কর, সাধ্বী প্রজ্ঞাকে ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বলে তোপ

বন্ধু কানহাইয়াকে সমর্থন দেওয়ার পাশাপাশি কংগ্রেসের প্রশংসা করেন স্বরা৷ The post ফের রাজনৈতিক বিতর্কে স্বরা ভাস্কর, সাধ্বী প্রজ্ঞাকে ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বলে তোপ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:54 PM May 07, 2019Updated: 12:54 PM May 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না স্বরা ভাস্করের৷ পরিবর্তে বিভিন্ন বিষয়েই বারবার স্পষ্ট ভাষায় নিজের মতামত প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন৷ সে অভিনয় জগৎ হোক কিংবা রাজনীতির ময়দান, মন্তব্য তিনি করবেনই৷ ফের একবার তাঁর মন্তব্য নিয়ে পড়ে গিয়েছে শোরগোল৷ এবার তিনি তোপ দেগেছেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে

Advertisement

[ আরও পড়ুন: ভোট চলাকালীন হোটেলের ঘর থেকে বাজেয়াপ্ত ইভিএম, বিতর্ক তুঙ্গে]

মালেগাঁও বিস্ফোরণের অন্যতম চক্রী হিসেবে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। বিজেপির হয়ে ভোপাল লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি৷ কখনও দাবি করেছেন তাঁর অভিশাপেই ২৬/১১ মুম্বই হামলায় নিহত হয়েছিলেন এটিএস প্রধান হেমন্ত কারকারে। যদিও বিতর্কের মাঝে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন সাধ্বী৷ তবে এখানেই শেষ নয় বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভোপালের বিজেপি প্রার্থী৷ তিনি বলেছেন, ‘‘১৯৯২ সালের ৬ ডিসেম্বর গিয়েছিলেন বাবরি মসজিদ ভাঙতে। এবং এই ঘটনার জন্য গর্বিত।’’ প্রার্থী হওয়ার পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসে গিয়েছেন সাধ্বী৷

[ আরও পড়ুন: বিজেপির প্রচারে ভোজপুরী সুপারস্টার ‘নিরহুয়া’, নজর কাড়লেন কং-সমর্থক আনোখিলাল]

সাধ্বীর বিতর্কিত মন্তব্যের সূত্র টেনে তাঁকে বিঁধেছেন স্বরা৷ অভিনেত্রী বলেছেন, “প্রজ্ঞা ঠাকুর বলেছিলেন তিনি হিন্দু এবং তাঁকে সন্ত্রাসের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। আমার কথায়, তাহলে উনি হিন্দু সন্ত্রাসবাদী।” অভিনেত্রীর আরও দাবি, সন্ত্রাস, গণহত্যা, খুন-জখম এসব পাপ। শুধু মুসলিমরাই নন, যে কোনও ধর্মের মানুষই এধরনের পাপ করেন। হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষরাও এমন নানা ঘটনায় অভিযুক্ত হতেই পারেন৷

[ আরও পড়ুন: যৌন হেনস্তা মামলায় রঞ্জন গগৈকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি]

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করেছেন স্বরা ভাস্কর৷ বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের ভাল বন্ধু তিনি৷ বেশ কয়েকদিন আগে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থীর হয়ে প্রচারেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে৷ অন্যদিকে, কংগ্রেসকেও সমর্থন করেন তিনি৷ সাধ্বী প্রজ্ঞার সমালোচনার পাশাপাশি কংগ্রেসের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে৷ অভিনেত্রী বলেছেন, “কংগ্রেসের নির্বাচনী তালিকায় বিজেপির মতো কুকর্মে অভিযুক্ত কেউ নেই। কানহাইয়া আমার বন্ধু। ভোটে জিতলে ভারতীয় গণতন্ত্রের জয় হবে৷’’ স্বরার এই মন্তব্যকে হাতিয়ার করেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবির৷

The post ফের রাজনৈতিক বিতর্কে স্বরা ভাস্কর, সাধ্বী প্রজ্ঞাকে ‘হিন্দু সন্ত্রাসবাদী’ বলে তোপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement