বিধান নস্কর: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বোমাতঙ্ক। দোহাগামী কাতার এয়ারওয়েজের বিমানে যাত্রীর চিৎকারে ছড়াল আতঙ্ক। বিমান খালি করে চলছে তল্লাশি। আনা হয়েছে পুলিশ কুকুর। বোমাতঙ্কের জেরে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি। তবে এখনও কোনও সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।
বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে দোহা যাচ্ছিল কাতার এয়ারওয়েজের বিমানটি। রাত সাড়ে তিনটে নাগাদ কলকাতা থেকে রওনা দেওয়ার আগে বিমানের এক যাত্রী চিৎকার করতে থাকেন। তাঁর দাবি, বিমানে বিস্ফোরক রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে বিমান থেকে যাত্রীদের নামিয়ে ফেলা হয়। তল্লাশি শুরু করে সিআইএসএফ। আনা হয়েছে স্নিফার ডগ বা পুলিশ কুকুরও।
[আরও পড়ুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনার নেপথ্যে তৃণমূল! বিস্ফোরক শুভেন্দু, তুলোধোনা কুণাল ঘোষের]
এদিকে যে যাত্রী চিৎকার করে বোমাতঙ্কের কথা বলেছিলেন তাঁকে বিমানবন্দরে বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি জানিয়েছেন, তাঁকে একজন জানিয়েছেন বিমানে বোমা রাখা আছে। যদিও ওই ব্রিটিশ নাগরিকের বাবার দাবি, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত। সেই জন্যই এই আতঙ্ক ছড়ালেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রাত তিনটে থেকে এখনও পর্যন্ত তল্লাশি চললেও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।