সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আক্রান্ত রাজ্যের তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। কসবায় তাঁর বাড়ির সামনে বুধবার রাতের দিকে ব্যাপক বোমাবাজি হয়। তাঁর এসি গাড়িতে চলে হামলা। স্থানীয় সূত্রে খবর, দুষ্কৃতীরা গাড়িতে এসে হামলা চালায়। তবে কে বা কারা এই হামলা চালাল, সে বিষয়ে এখনও কোনও সূত্র নেই পুলিশের কাছে। কসবা থানার পুলিশ তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলে পুলিশ সূ্ত্রে খবর। ঘটনার পর মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কিন্তু রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনে দুষ্কৃতীরা কীভাবে হামলা ঘটল, তা নিয়ে উঠে গিয়েছে বড়সড় প্রশ্ন।
অন্যদিকে, শহরে জনসভা করতে এসে আক্রান্ত হলেন শুভেন্দু অধিকারী। কেষ্টপুরে জনসভায় যাওয়ার সময় তাঁকে ঘিরে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। তাতে সাময়িকভাবে তাঁর গাড়ি আটকে পড়ে। পরে পুলিশের তৎপরতায় তিনি সভায় পৌঁছন। এই ঘটনার প্রতিবাদে সরব বিজেপি কর্মী, সমর্থকরা।
[আরও পড়ুন: সরকারি আশ্বাসে সিদ্ধান্ত বদল বাস মালিকদের, ৩ দিনের বাস ধর্মঘট প্রত্যাহার]
বুধবার সন্ধেবেলা শহরের দুই প্রান্তে দুই হেভিওয়েট রাজনৈতিক নেতা আক্রান্ত হওয়ার ঘটনায় ছড়িয়ে পড়ল তীব্র চাঞ্চল্য। তবে ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় আতঙ্ক বেড়েছে। দ্রুত দুষ্কৃতীদের ধরার চেষ্টায় মরিয়া পুলিশ।