সৈকত মাইতি, তমলুক: বন্ধু বিচ্ছেদে মন কাঁদে বন্ধুর। আর সেই বন্ধুদের নিয়ে চলে যেতে চেয়েছিলেন এক ব্যবসায়ী। কিন্তু সেই বন্ধু বিচ্ছেদের মাঝে শিং উঁচিয়ে তেড়ে এল ‘বন্ধু’ ষাঁড়। তার তাণ্ডবে একজোড়া গরু ও একজোড়া বাছুরকে নিয়ে যেতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হল ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না থানার চরণদাস গ্রামে। শেষপর্যন্ত থানা অবধি গড়াল গরু -ষাঁড়ের প্রেম!
ময়না থানা এলাকা থেকে এক জোড়া গরু ও এক জোড়া বাছুর কিনেছিলেন এক ব্যবসায়ী। কিন্তু বিপদ বাঁধল গাড়িতে তোলার সময়। শিং উঁচিয়ে তেড়ে এল এক ষাঁড়। রীতিমতো তাণ্ডব চালায় গাড়ির সামনে। কখনও শিং উঁচিয়ে তেড়ে গিয়েছে ব্যবসায়ীর দিকে। তো কখনও আবার গাড়ির সামনে সটান দাঁড়িয়ে পড়েছে। ষাঁড়ের এই কাণ্ড দেখে ধীরে-ধীরে লোক জমতে শুরু করে এলাকায়। খবর যায় পুলিশে। বাসিন্দাদের অভিযোগ ছিল, এলাকা থেকে গরুপাচার হচ্ছে।
[আরও পড়ুন: রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা, অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের]
ময়না থানার পুলিশ এসে ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে। গরুগুলিকে গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই কাজ করতে গিয়ে ষাঁড়ের খোঁচা খান এক কনস্টেবল। এরপর ব্যবসায়ীদের থানায় নিয়ে গিয়ে রাতভর জেরা করা হয়। গরুর প্রকৃত মালিকদের ডেকে কথা বলে পুলিশ, কাগজপত্র পরীক্ষা করে দেখা হয়। এরপরই দুই ব্যবসায়ীকে গরু নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ প্রসঙ্গে ময়না থানার আইসি কৃষ্ণেন্দু প্রধান জানান, “এলাকা থেকে কিছুদিন ধরে গরু চুরির খবর পাচ্ছিলাম। তাই দুই ব্যবসায়ীর কাগজপত্র ভাল করে দেখে, জিজ্ঞাসাবাদ করে চারটি গরু নিয়ে যাওয়ার অনুমতি দিই।”