shono
Advertisement

অপরাধীদের আটকানো অসম্ভব, স্কুলে বন্দুকবাজের হামলা ইস্যুতে মত ট্রাম্পের দলের সেনেটরের

আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৬ জনের।
Posted: 02:38 PM Mar 29, 2023Updated: 02:38 PM Mar 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশভিলের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলার ৬ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা আমেরিকা (USA)। সেই ঘটনা সম্পর্কে এবার বিতর্কিত মন্তব্য করলেন রিপাবলিকান (Republican) সেনেটর টিম বুরশেট। তিনি সাফ জানিয়ে দিলেন, অপরাধীরা তো অপরাধীই থাকবে। তাই আইন বানিয়ে বন্দুকবাজের হামলা (Gunman Attack) আটকানো সম্ভব নয়। বরং মানুষের মানসিকতা বদলের চেষ্টা করা যেতে পারে।

Advertisement

সোমবার মার্কিন স্কুলে হামলার পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেন, “এটা মেনে নেওয়া যায় না। এই ঘটনায় আমেরিকার হৃদয় একেবারে ভেঙে গিয়েছে। কংগ্রেসের কাছে আমার আবেদন, অস্ত্র রাখার উপর নিষেধাজ্ঞা জারি করুন তাঁরা।” ইতিমধ্যেই অস্ত্র সংবরণের বেশ কয়েকটি বিল পাশ হয়েছে। তবে এখনও আইন প্রণয়ন করতে পারেনি মার্কিন কংগ্রেস।

[আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাক বংশোদ্ভূত হামজা ইউসুফ, আজই নেবেন শপথ]

লাগাতার বন্দুকবাজের তাণ্ডব রুখতে আইন প্রণয়ন নিয়ে প্রশ্ন করা হয় ডোনাল্ড ট্রাম্পের দলের সেনেটরকে। উত্তরে বুরশেট সাফ বলেন, “অপরাধীরা তো অপরাধীই থাকবে। গুলি চালিয়ে হিংসার ঘটনা আমরা ঠেকাতে পারব না। কারণ এই হিংসার বিষয়টি সরকার আটকাতে পারবে না। বরং মানুষের মানসিকতা যেন পালটানো যায়, আমরা সেদিকে নজর দিতে পারি।” প্রসঙ্গত, বুরশেটের কেন্দ্র টেনেসিতেই সোমবারের হামলা ঘটেছে।

অন্যদিকে, স্কুলে হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হামলার ছক কষেছিল আততায়ী। পাঁচটি দোকান ঘুরে নিজের লাইসেন্স দেখিয়ে মোট সাতরকমের বন্দুক কেনে সে। স্কুলের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে ভয়াবহ হামলার দৃশ্য। তবে রূপান্তরকামী ওই বন্দুকবাজকে এখনও ধরতে পারেনি পুলিশ।

[আরও পড়ুন: ‘দিনে ৫ বার নমাজেই শান্তি’, ইসলাম ধর্ম গ্রহণ করে দাবি হিন্দি সিরিয়ালের জনপ্রিয় তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement