সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর বদলে যাচ্ছে। কিন্তু শত বিরোধিতা সত্ত্বেও নিজের মত বদলাতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেও ট্রাম্পের সেই একই বক্তব্য, ভারত-পাক সংঘর্ষ থামালেও বিন্দুমাত্র কৃতিত্ব মেলেনি তাঁর।
চলতি বছরের মে মাসে অপারেশন সিঁদুরের পর থেকেই অসংখ্যবার ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। তারপর বিশ্বজুড়ে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন বলেও তিনি দাবি করেন। নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার হিসাবেও নিজেকে তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত নোবেল মেলেনি। তা সত্ত্বেও যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবির পথ থেকে একচুল নড়েননি ট্রাম্প।
সোমবার ট্রাম্পের পাম বিচের বাসভবনে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট এবং ইজরায়েলি প্রধানমন্ত্রী। সেখানেই ট্রাম্প বলেন, "আমি আটটা যুদ্ধ থামিয়েছি। আজারবাইজানের যুদ্ধ থামার পরে পুতিন নিজেই আমাকে বলেছিল, 'আপনি কীভাবে এই যুদ্ধ থামালেন, বিশ্বাস করতে পারছি না। আমি ১০ বছর ধরে চেষ্টা করেছি।' কিন্তু আমি একদিনেই যুদ্ধ বন্ধ করে দিলাম। ভারত-পাকিস্তানের কথাই বা বাদ যায় কী করে? কিন্তু আমি কী একটুও কৃতিত্ব পেয়েছি? না।"
নেতানিয়াহুর সঙ্গে ওই বৈঠকে ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথরা। সকলের সামনেই যুদ্ধ থামানোর কৃতিত্ব না পাওয়া নিয়ে আক্ষেপ করেন ট্রাম্প। ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষের মধ্যস্থতা হয়নি ভারত-পাক যুদ্ধে, একথা স্পষ্ট জানিয়ে দেয় নয়াদিল্লি। কিন্তু ট্রাম্প রয়েছেন নিজের মতেই।
