সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নাতক উত্তীর্ণ? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। প্রচুর কর্মী নিয়োগ করবে কোল ইন্ডিয়া। ইতিমধ্যে সরকারে তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাহলে আর দেরি কেন? চটপট আবেদন করুন আপনি। তার আগে জেনে নিন আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি।
আবেদনের শেষ তারিখ: ৭ আগস্ট ২০২২
মোট শূন্যপদ- ৪৮১
পারসোনেল ও HR -১৩৮
পরিবেশ- ৬৮
মেটেরিয়াল ম্যানেজমেন্ট-১১৫
মার্কেটিং ও সেলস- ১৭
কমিউনিটি ডেভলপমেন্ট -৭৯
লিগাল-৫৪
পাবলিক রিলেশন- ০৬
কোম্পানি সেক্রেটারি- ৪
[আরও পড়ুন: শিশুদের জন্য কাজ করতে চান? আপনার জন্য রয়েছে বিশেষ সুযোগ]
শিক্ষগত যোগ্যতা: স্নাতক উত্তীর্ণ হলেই আবদেন করতে পারবেন। স্নাতকোত্তর উত্তীর্ণ বা ইঞ্জিনিয়ারিং পাশেরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ৩১ মে ২০২২ তারিখে বয়স ৩০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। তফশিলি জাতি-উপজাতিদের ক্ষেত্রে ৩ বছর ছাড় রয়েছএ। ওবিসিদের ক্ষেত্রে ছাড় ১০ বছর। এছাড়া প্রতিবন্ধী ও অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষার মাধ্যমেই প্রার্থী বাছাই হবে। কবে পরীক্ষা, পরীক্ষা কেন্দ্র তা জানানো হবে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে https://www.coalindia.in।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন https://www.coalindia.in -এই লিংকে। আবেদনের পর প্রার্থীরা একটি রেজিট্রেশন স্লিপ পাবেন। সেটি পরর্বতীতে কাজে লাগতে পারে। তাহলে আর দেরি কেন, আজই আবেদন করে ফেলুন।