shono
Advertisement
Champions Trophy 2025

শক্তিশালী ব্যাটিং, চিন্তা স্পিন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'চোকার্স' তকমা ঘোচাতে পারবে প্রোটিয়ারা?

চোটের জন্য নেই তারকা পেসার আনরিখ নখিয়া।
Published By: Arpan DasPosted: 08:45 PM Feb 15, 2025Updated: 08:48 PM Feb 15, 2025

৮ বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নামছে বিশ্বের সেরা ৮ দল। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে দক্ষিণ আফ্রিকা। 

Advertisement

স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টোনি দে জোর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইডান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ত্রিস্তান স্টাবস, রুসি ভ্যান ডার ডুসেন, কোরবিন বোসচ।

সম্ভাব্য প্রথম একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), টোনি দে জোর্জি, আইডেন মার্করাম, ত্রিস্তান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।

শক্তি: দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং। অধিনায়ক টেম্বা বাভুমার কাঁধে ওপেনিংয়ের দায়িত্ব। যিনি সম্প্রতি দারুণ ছন্দে আছেন। মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ঝড় তুলতে পারে। দুই তরুণ তুর্কি টোনি দে জোর্জি ও ত্রিস্তান স্টাবসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হবে। আবার আইডেন মার্করাম, ডেভিড মিলাররা নেবেন ফিনিশারের দায়িত্ব। অন্যদিকে কাগিসো রাবাডা-মার্কো জানসেনদের পেস ব্যাটারি যে কোনও দলকে ভয় দেখাবে। চোট সারিয়ে ফিরেছেন লুঙ্গি এনগিডি। নতুন বল বা ডেথ ওভার, সব জায়গাতেই অভিজ্ঞতা রয়েছে তাঁদের। আর দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং নিয়ে নতুন কিছু বলার প্রয়োজনই নেই।

দুর্বলতা: 'চোকার্স' তকমা দক্ষিণ আফ্রিকার বহুদিনের সঙ্গী। একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা। এর বাইরে ব্যর্থতাই রয়েছে তাদের সঙ্গে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও সেটা দেখা গিয়েছে। প্রোটিয়াদের আরও ভোগাতে পারে ভালো মানের স্পিন বোলারের অভাব। যেখানে তাদের মূলত পাকিস্তান খেলতে হবে, সেখানে তাদের হাতে শামসি ও কেশব মহারাজ ছাড়া ভালো স্পিনার নেই। চোটের জন্য নেই আনরিখ নখিয়া। এর সঙ্গে ভোগাতে পারে ধারাবাহিকতার অভাব।

এক্স ফ্যাক্টর: বল-ব্যাটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মার্কো জানসেন।

সম্ভাবনা: দল যথেষ্ট শক্তিশালী। সেমিফাইনাল পর্যন্ত না যাওয়ার কোনও কারণ নেই। তবে চিরকালীন 'চোকার্স' নিয়ে কি চ্যাম্পিয়ন হতে পারবে? নজর থাকবে সেদিকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শক্তি তাদের ব্যাটিং। অধিনায়ক টেম্বা বাভুমার কাঁধে ওপেনিংয়ের দায়িত্ব।
  • 'চোকার্স' তকমা দক্ষিণ আফ্রিকার বহুদিনের সঙ্গী। একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা।
  • শামসি ও কেশব মহারাজ ছাড়া ভালো স্পিনার নেই। চোটের জন্য নেই নখিয়া।
Advertisement