সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাদেব অনলাইন বেটিং অ্যাপে এবার নাম জড়াল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। ইডির অভিযোগ, বর্ষীয়ান কংগ্রেস নেতা সবশুদ্ধ ৫০৮ কোটি টাকা পেয়েছেন ওই অ্যাপ সংস্থা থেকে। উল্লেখ্য, এই মহাদেব অ্যাপের বিজ্ঞাপন করার জন্য ইতিমধ্যেই ইডি তলব করেছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা-সহ বলিউডের বেশ কয়েকজন তারকাকে।
সামনেই নির্বাচন ছত্তিশগড়ে। তার আগেই এমন অভিযোগ ইডির। কেন্দ্রীয় সংস্থার দাবি, বৃহস্পতিবারই নতুন করে তল্লাশি চালিয়ে ছত্তিশগড় থেকে নতুন করে ৫ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করেছে তারা। সেই সঙ্গে তারা জানিয়েছে, কংগ্রেস নেতা ভূপেশ ওই সংস্থার থেকে ৫০৮ কোটি টাকা নিয়েছিলেন। তবে এই বেটিং অ্যাপের দণ্ডমুণ্ডের কর্তারা সবাই বিদেশ থেকে তাদের কাজ চালান। এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে ইডি। মামলায় অভিযুক্ত ১৪ জন। সব মিলিয়ে ৪৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
[আরও পড়ুন: ঠাকুমা বাঙালি, নাতনি সারার রসবোধও দিব্যি! গোয়ায় ছোলার ডাল, কাঁচকলার কোপ্তায় ভূরিভোজ]
এই মহাদেব অ্যাপের বিজ্ঞাপন করার জন্য ইতিমধ্যেই ইডি তলব করেছে রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা-সহ বলিউডের বেশ কয়েকজন তারকাকে। জানা গিয়েছে, এই মহাদেব গ্রুপের সঙ্গে যোগসূত্র রয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। এই গ্রুপের ছত্রছাতায় গোটা বিশ্বে অন্তত ৬০টি বেআইনি বেটিং অ্যাপ অ্যাকটিভ রয়েছে বলে খবর।