shono
Advertisement

OMG! অনলাইন শপিংয়ে খাবার অর্ডার করে বাড়িতে এল কুমির!

ভুল স্বীকার অনলাইন শপিং সংস্থার৷ The post OMG! অনলাইন শপিংয়ে খাবার অর্ডার করে বাড়িতে এল কুমির! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM Aug 17, 2018Updated: 08:09 PM Aug 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন শপিংয়ে প্রতারিতদের সংখ্যা কম নয়৷ অর্ডার অনুযায়ী জিনিসপত্র আসে না বলেই অভিযোগ অনেকের৷ কখনও মোবাইল বা অন্যান্য বৈদ্যুতিন জিনিসপত্রের বদলে হাতে এসে পৌঁছায় সাবান বা ইট৷ এই অভিযোগও উঠেছে বারবার৷ কিন্তু চিনের ছোট্ট এক শহরের বাসিন্দা অনলাইন শপিং করতে গিয়ে যে অভিজ্ঞতার সাক্ষী হলেন, তা সত্যিই অদ্ভুত৷ আগে অনলাইন শপিং করতে গিয়ে এমন অভিজ্ঞতা কারও হয়েছে কি না সন্দেহ৷

Advertisement

[১৯৫টি শহরের নাম, শেক্সপিয়রের কবিতা অনর্গল বলতে পারে এই বিস্ময় বালিকা!]

চিনের সুইচ্যাংয়ের দীর্ঘদিনের বাসিন্দা জ্যাং৷ নিজের পরিবারের জন্য অনলাইনে খাবারের অর্ডার দিয়েছিলেন তিনি৷ সময় মতো একজন ডেলিভারি বয় বাড়িতেও আসে তাঁর৷ টাকার পরিবর্তে পরিপূরক খাবারের চারটি বাক্স ওই মহিলার বাড়িতে দিয়ে যান তিনি৷ কিছুক্ষণের মধ্যেই একের পর এক বাক্স খুলে অর্ডার অনুযায়ী খাবার পেয়েছেন কি না, তা দেখতে শুরু করেন ওই মহিলা৷ তিনটি বাক্স খুলে তাঁর প্রয়োজনীয় পরিপূরক খাবারই পান৷ কিন্তু চতুর্থ বাক্স খুলেই অবাক হয়ে যান মহিলা৷ পরিপূরক খাবারের বদলে এটা কী? তাজ্জব হয়ে যান তিনি৷ মহিলা দেখেন, চতুর্থ বাক্সের মধ্যে গুটিশুটি দিয়ে শুয়ে রয়েছে একটি কুমির! ওই কুমিরটিকে দিব্যি সুন্দরভাবে মুড়ে রাখা হয়েছিল বাক্সের ভিতর৷ নাড়াচাড়া করে তিনি বুঝতে পারেন বাক্সের ভিতরে থাকা ওই কুমিরটি আসলে মৃত৷ সেই বাক্সের ভিতর থেকে দুর্গন্ধও বেরচ্ছিল৷

[অবাক কাণ্ড! অসুস্থ মালকিনকে অ্যাম্বুল্যান্সে হাসপাতাল নিয়ে গেল সারমেয়]

কুমিরটির একটি ভিডিও করেন ওই মহিলা৷ তা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেন৷ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷ অনলাইন শপিং সংস্থার এমন কারসাজিতে সোশ্যাল সাইটে উঠেছে সমালোচনার ঝড়৷ নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ৷ ওই অনলাইন শপিং সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেই দাবি করেছেন তাঁরা৷ অনলাইন শপিং সংস্থার বিরুদ্ধে বেজায় চটেছেন প্রতারিত মহিলা ও তাঁর স্বামীও৷ এভাবে ওই সংস্থা দম্পতির সঙ্গে প্রতারণা করেছে বলেও দাবি তাঁদের৷ থানায় অভিযোগও দায়ের করেছেন দম্পতি৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাক্সটি উদ্ধার করে৷ অনলাইন সংস্থার পাঠানো চতুর্থ ওই কুমিরের বাক্স থেকে একটি কিউ আর কোডও পেয়েছেন পুলিশ আধিকারিকরা৷ চিনে বাড়িতে বাড়িতে কুমির রাখা আইনসিদ্ধ৷ অনলাইন সংস্থার দাবি, ভুল করেই অন্য ঠিকানার পরিবর্তে ওই মহিলার কাছে কুমির চলে আসে৷ বাক্সে ঢোকানোর আগে পর্যন্ত কুমিরটি বেঁচে ছিল বলেও দাবি সংস্থার৷

The post OMG! অনলাইন শপিংয়ে খাবার অর্ডার করে বাড়িতে এল কুমির! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার