shono
Advertisement
Maharashtra

হেলমেটের ভিতরে বিষধর কেউটে! কী অবস্থা হল বাইকচালকের? ভয়ংকর ভিডিও ভাইরাল

শীতেও ঘুম নেই সাপের!
Published By: Kishore GhoshPosted: 07:44 PM Dec 31, 2025Updated: 07:49 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা শীতকাল। এই সময় সাপেদের শীতঘুমে চলে যাওয়ার কথা। কিন্তু প্রকৃতির মতোই অস্বাভাবিক আচরণ করছে জীবজগৎ। ফলে এক বাইক চালকের হেলমেটের ভিতরে মিলল জ্যান্ত কেউটা সাপ! খবর পেয়ে বিষধর ওই সাপটিকে উদ্ধার করেন এক বন্যপ্রাণ বিশেষজ্ঞ। হেলমেটের ভিতরে ফনা তোলা সাপের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

মহারাষ্ট্রের নাগপুর জেলার মানব সেবা নগরের ঘটনা। বুধবার দুপুর ২টো নাগাদ ঘরে রাখা হেলমেটে ফোঁস ফোঁস শব্দ পান মিতালী চতুর্বেদী। কাছে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করেন তিনি। তখনই চোখে পড়ে হেলমেটে বাঁসা করেছে একটি সাপ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির সকলে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, হেলমেটের ভিতরে কাপড়ের নিচে ঢুকে বসে আছে বিষধর কেউটে সাপ। খবর ছড়াতেই প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ভিড় বাড়ান। এর মধ্যেই খবর পৌঁছায় বন্যপ্রাণ বিশেষজ্ঞের কাছেও।

স্থানীয় 'স্নেক এক্সপার্ট' শুভম জিআর ঘটনাস্থলে পৌঁছান। সোশাল ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছোট আকারের কেউটে সাপটিকে সাপ ধরার বিশেষ ধরনের লাঠি দিয়ে বের করে আনার চেষ্টা করছেন শুভম। তখন ফোঁস শব্দ ফনা তোলে সাপটি। শেষ অবধি নির্বিঘ্নেই সাপ উদ্ধার হয়েছে। পরে সেটিকে নিকটবর্তী একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের নাগপুর জেলার মানব সেবা নগরের ঘটনা।
  • হেলমেটের ভিতরে কাপড়ের নিচে ঢুকে বসে আছে বিষধর কেউটে।
Advertisement