shono
Advertisement

চপার কেলেঙ্কারির মিডলম্যানের মুখে শীর্ষ কংগ্রেস নেতার নাম! চাপে রাহুল ব্রিগেড

‘এপি’ নামের শীর্ষ কংগ্রেস নেতাকে ঘিরে তুঙ্গে জল্পনা৷ The post চপার কেলেঙ্কারির মিডলম্যানের মুখে শীর্ষ কংগ্রেস নেতার নাম! চাপে রাহুল ব্রিগেড appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 PM Apr 05, 2019Updated: 12:57 PM Apr 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিভিআইপি অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে আরও কোণঠাসা কংগ্রেস৷ এই কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত তথা মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলের একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে ঘিরে নির্বাচনের আগে চাপে পড়ল রাহুল গান্ধীর দল৷ সম্প্রতি এই কেলেঙ্কারি সংক্রান্ত চতুর্থ চার্জশিট জমা করেছে ইডি৷ সূত্রের খবর, সেই চার্জশিটে ‘এপি’ নামের এক শীর্ষ কংগ্রেস নেতার নাম উল্লেখ করেছেন মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেল। কে এই কংগ্রেস নেতা? সেই প্রশ্নকে ঘিরেই তুঙ্গে রাজনৈতিক জল্পনা৷ একাংশের মতে, সন্দেহভাজন এই ‘এপি’ হলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতা আহমেদ প্যাটেল৷

Advertisement

[আরও পড়ুন: ‘অন ডিউটি’ আরপিএফ জওয়ানরা পাবেন বিমান ভাড়া, সিদ্ধান্ত কেন্দ্রের  ]

জানা গিয়েছে, কেবল ‘এপি’-র উল্লেখ করেই থেমে যাননি ক্রিশ্চিয়ান মিশেল৷ ‘ফ্যাম’ (FAM) কথাটিও ব্যবহার করেছেন তিনি৷ একাংশের অনুমান ‘ফ্যামিলি’ (Family) বোঝাতে ‘ফ্যাম’ শব্দটি সাংকেতিক ভাবে ব্যবহার করেছেন এই ব্রিটিশ নাগরিক৷ অর্থাৎ ভিভিআইপি অগাস্টা-ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে ভারতের কোনও প্রভাবশালী পরিবারের যুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি৷ ইডি সূত্রে খবর, চতুর্থ চার্জশিটে অতিরিক্ত বেশ কিছু নথিও পেশ করা হয়েছে। যাতে বলা হয়েছে, ‘হাওয়ালা চক্রে’র মাধ্যমে কীভাবে ঘুরপথে কোটি কোটি টাকা পৌঁছে গিয়েছে, প্রভাবশালী ব্যক্তি ও আমলাদের কাছে৷ এই কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হন প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী৷ এছাড়া আরও ৩৮ জনের নাম অভিযুক্তের তালিকায় রয়েছে৷ চতুর্থ চার্জশিটে অভিযুক্তের তালিকায় আরও তিনটি নাম যুক্ত হয়েছে৷ উক্ত চার্জশিটে নাম রয়েছে ক্রিশ্চিয়ান মিশেলের ব্যবসায়িক বন্ধু ডেভিড স্যামের নাম৷ এছাড়া রয়েছে দুটি বাণিজ্যিক সংস্থার নাম৷

[আরও পড়ুন: ব্যতিক্রম একটিমাত্র আসন, নারীর জন্য ইভিএম ব্রাত্য ছত্তিশগড়ে ]

প্রসঙ্গত, অগস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে আগেই সরাসরি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম নিয়েছিলেন মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেল। ইডির জেরার সময় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নাম নেন ক্রিশ্চিয়ান মিশেল। পরোক্ষে উল্লেখ করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কথাও। ইডি সূত্রে খবর, মিশেলের সঙ্গে অন্য এক ব্যক্তির কথোপকথনের সময় এক প্রভাবশালীর নাম উঠে আসে। যাঁর নাম ‘R’ দিয়ে শুরু। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় মিশেল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নাম নিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও নাম নিয়েছিলেন ওই মিডলম্যান। ইডির দাবি অনুযায়ী, মিশেল তাদের জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অগস্টার কাছ থেকে চপার কিনতে বাধ্য করা হয়েছিল।

The post চপার কেলেঙ্কারির মিডলম্যানের মুখে শীর্ষ কংগ্রেস নেতার নাম! চাপে রাহুল ব্রিগেড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement