সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট', আমির খান। তাঁর অভিনয় বরাবর এক আলাদা গুরুত্ব পেয়েছে দর্শকের দরবারে। তবে সেসব থাকলেও বলিউডের 'কিং অফ রোম্যান্স' একজনই। তিনি শাহরুখ খান। কিং খানে মুগ্ধ সকলে। দর্শকের কাছে অনস্ক্রিন রোম্যান্সের সংজ্ঞা তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলেই আমিরকে জিজ্ঞেস করা হয় শাহরুখ পর্দার রোম্যান্স কিং। কিন্তু আমির কি বাস্তব জীবনে রোম্যান্স কিং? এই শুনে একগাল হেসে জবাব দেন আমির। পালটা প্রশ্ন ছুড়ে বলেন, "কে রোম্যান্টিক নয়?'
বাস্তব জীবনে দু'টি বিয়ে ও বর্তমানে গৌরীর সঙ্গে সম্পর্ক এই সবের প্রসঙ্গ টেনে একগাল হেসে আমির বলেন, "আমাকে একটা মানুষ দেখান তো যে কোন মানুষটা রোম্যান্টিক নয়।' এই দুনিয়াতে সবাই রোম্যান্টিক। সেভাবেই আমিও ভীষণরকম রোম্যান্টিক। আমার জীবনের তিন তিনটে সম্পর্কেও আমি ভীষণ রোম্যান্টিক ছিলাম। এবং আমি আমার এই সম্পর্ক নিয়ে ভীষণ খুশি ও গর্বিত। প্রথমে রিনার সঙ্গে আমার সম্পর্ক ও বিয়ে, এরপর কিরণের সঙ্গেও আমার দীর্ঘ একটা দাম্পত্যজীবন। আর এখন গৌরীর সঙ্গে আমার সম্পর্ক আমার জীবনে আমাকে পরিপূর্ণতা দিয়েছে।"
একইসঙ্গে এই কথা বলতে বলতে আমির খানিক নস্ট্যালজিকও হয়ে পড়েন। রিনা দত্তের সঙ্গে তাঁর প্রথম দাম্পত্য জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে আমির ওই সাক্ষাৎকারে বলেন, "রিনার সঙ্গে আআর যখন দাম্পত্যজীবনের শুরু তখন আমার মাত্র একুশ বছর বয়স। আর রিনা তখন উনিশ বছরের। আমরা একসঙ্গে বড় হয়েছি। আমরা একসঙ্গে ষোলো বছর কাটিয়েছি।" একইসঙ্গে কিরণের সঙ্গেও আমার সম্পর্ক অত্যন্ত ভালো। আমার জীবনে কিরণের অবদানও কম নয় আর এখন গৌরীর সঙ্গে এই সম্পর্কেও আমি ভীষণ খুশি। কাজেই সবমিলিয়ে আমার কাছে সম্পর্ক একটা আলাদা গুরুত্ব রাখে। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার জীবনে এমন মানুষদের আমি পেয়েছি।"
