shono
Advertisement
Dhurandhar Vs Animal

'ধুরন্ধর' দিয়েই নারীবিদ্বেষী 'অ্যানিম্যাল'-এর গালে কষিয়ে চড় রণবীর সিংয়ের! কাপুরনন্দন দেখলেন?

সিনেমার কোন দৃশ্যে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'কে খোঁচা দেওয়া হয়েছে?
Published By: Sandipta BhanjaPosted: 08:45 PM Dec 10, 2025Updated: 08:45 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অ্যানিম্যাল'-এর দৃশ্যে মহিলাকে চড় মারার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল নির্মাতাদের। যার জেরে বিতর্কে জড়ান রণবীর কাপুরও। কিন্তু রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর ক্ষেত্রে তার উলট-পুরাণ। আদিত্য ধর পরিচালিত সিনেমায় উলটে মহিলাদের হাতেই পুরুষচরিত্রগুলিকে চড় খেতে হয়। যদিও নেটপাড়ার একাংশ 'ধুরন্ধর'-এর নামের পাশে নারীবিদ্বেষী তকমা সেঁটেছে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুললেন সৌম্যা টন্ডন। যিনি রহমান ডাকাইতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

Advertisement

তেইশ সালের বক্স অফিসে ঝড় তুলেও সভ্যসমাজের একাংশের বিরাগভাজন হতে হয়েছিল রণবীর কাপুরে 'অ্যানিম্যাল'কে। জাভেদ আখতার-সহ বিনোদুনিয়ার বিদ্বজ্জনদের অনেকেই বলেছিলেন, "যে সিনেমায় মহিলাদের জুতো চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টিকে মহিমান্বিত করে দেখানো হয়, সেই ছবির বক্স অফিস সাফল্য আখেড়ে সমাজের জন্যই বিপজ্জনক!" সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেকীর্তির জেরে বিতর্ক থেকে ছাড় পাননি রণবীর কাপুরও। এবার 'ধুরন্ধর' মুক্তির পর ফের চর্চায় 'অ্যানিম্যাল'। টিজার-ট্রেলারে রক্তারক্তি, হিংসার নমুনা দেখে অনেকেই কাপুরনন্দনের সিনেমার সঙ্গে রণবীর সিংয়ের ছবির সাযুজ্য খুঁজে পেয়েছিলেন। মুক্তির পর সেই বিতর্কের পালে আরও হাওয়া লাগল, বললেও অত্যুক্তি হয় না। 'অ্যানিম্যাল'-এর উদাহরণ দেখিয়ে নেটবাসিন্দাদের একাংশ 'ধুরন্ধর'কেও নারীবিদ্বেষী সিনেমার তকমা দিলেন। যদিও চলতি বিতর্কে ছেড়ে কথা বলেননি সিনেমার অন্যতম নায়িকা সৌম্যা টন্ডন।

'ধুরন্ধর' সিনেমায় রণবীর সিংয়ের এই লুক মুগ্ধ করেছে দর্শকদের। ফাইল ছবি।

জনৈক নেটিজেনের পোস্ট শেয়ার করে পালটা জবাব ছুঁড়লেন সৌম্যাও। ওই নেটিজেনের পোস্টে লেখা ছিল, "বলিউডের অভিনেতাদের মধ্যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। প্রথমে তাঁদের নরম স্বভাবের দেখানো হয়। কিন্তু সিনেমা যত গড়ায়, দর্শকের দৃষ্টি আকর্ষণের জন্য অভিনেতাদের চুল-দাড়ি বাড়িয়ে ততোধিক গুহামানবের মতো তুলে ধরা হয়। যাদের বুদ্ধিমত্তা শূন্য। পৌরুষ প্রদর্শনের নামে এরা শুধুই নারীবিদ্বেষ ছড়ায়। লক্ষ লক্ষ দর্শক সেসব দেখেই আকৃষ্ট হন। 'পুরুষত্বের' নামে আগ্রাসন এবং নারীবিদ্বেষের প্রচার করে এরা কোটি কোটি টাকা কামাচ্ছে। যা দেখে সমাজও প্রভাবিত হচ্ছে। নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে। কিন্তু এদের কোনও মাথাব্যথা নেই। কারণ এরা বড়লোক, আর এদের নীতিবোধ বলতে কিছুই নেই। উদাহরণের তালিকায় শহিদ কাপুর, রণবীর কাপুররা রয়েছেন।" আর সেই টুইট শেয়ার করেই সৌম্যা বুঝিয়ে দিলেন কোথায় 'ধুরন্ধর' অন্য সিনেমাগুলির থেকে আলাদা।

সৌম্যার মন্তব্য, "এই সিনেমায় পুরুষশাসিত দুনিয়া দেখানো হলেও সেখানে মহিলাদের মর্যাদাক্ষুণ্ণ হয়নি। বরং মহিলা চরিত্রগুলিকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখানো হয়েছে। 'ধুরন্ধর'-এর কোনও দৃশ্যে মহিলাদের মারধর করা হয়নি কিংবা 'অবজেক্টিফাই'ও করা হয়নি। কিংবা একজন পুরুষের একাধিক সঙ্গীও দেখানো হয়নি, যদিও সমাজে সেটা গ্রহণযোগ্য। তবে এপ্রসঙ্গে বলে দিই, আমাদের সিনেমায় কিন্তু সম্পূর্ণ অন্যধরনের একটা বিষয় নিয়ে।" এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী! পরোক্ষভাবে 'অ্যানিম্যাল'কে বিঁধে সৌম্যার সংযোজন, "দুঃখিত আসলে আমাদের ছবিতে গ্ল্যামারাস নায়িকাদের বিদেশী সমুদ্র সৈকতে ঘোরানো হয়নি, সেসব হয়তো অন্য সিনেমার চিত্রনাট্যে দরকার ছিল। তবে আমাদের নয়।" উল্লেখ্য, 'ধুরন্ধর' সিনেমার 'রহমান ডাকাইত' অক্ষয় খান্নার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সৌম্যা। এক দৃশ্যে সকলের সামনেই স্বামীর গালে চড় কষাতে দেখা যায় সৌম্যা অভিনীত চরিত্রকে। আর সেখানেই কি ভাঙ্গার 'অ্যানিম্যাল'-এর উগ্র পৌরুষকে বিঁধেছে আদিত্য ধরের 'ধুরন্ধর'? সেই ত্বত্ত্বে সায় দিয়ে দর্শকমহলের একাংশের মত, 'ধুরন্ধর' দিয়েই রণবীর কাপুর অভিনীত নারীবিদ্বেষী 'অ্যানিম্যাল'কে বিঁধেছেন রণবীর সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অ্যানিম্যাল'-এর দৃশ্যে মহিলাকে চড় মারার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল নির্মাতাদের।
  • কিন্তু রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর ক্ষেত্রে তার উলট-পুরাণ।
  • সৌম্যার মন্তব্য, "এই সিনেমায় পুরুষশাসিত দুনিয়া দেখানো হলেও সেখানে মহিলাদের মর্যাদাক্ষুণ্ণ করা হয়নি।"
Advertisement