সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো 'সারেগামাপা'র মাধ্যমেই পেয়েছেন জনপ্রিয়তা। এরপর বহু বাংলা গানের প্লেব্যাকও করেছেন সঙ্গীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। তিনি নিঃসন্দেহে সুগায়িকা। কিন্তু এরপরও তাঁর সঙ্গে কিন্তু বিতর্ক জড়িয়ে রয়েছে আষ্টেপৃষ্ঠে। বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে বিপাকে পরেছেন অঙ্কিতা। কয়েকদিন আগেই মঞ্চে জুবিনের গান গাইতে পারবেন না বলে চর্চায় উঠে এসেছিলেন। এবার ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফের চর্চায় উঠে এলেন অঙ্কিতা।
সম্প্রতি ভুবনেশ্বর বিমানবন্দরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ হয় গায়িকার। তিনি তখন রওনা হবেন মোহলির দিকে। আর সেই সময় ভুবনেশ্বর বিমানবন্দরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ হতেই সেই অমূল্য মুহূর্ত নিজস্বী আকারে ক্যামেরাবন্দি করতে ভোলেন না। অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে ছবি তুলে তা পোস্ট করেন অঙ্কিতা সোশাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, 'এটা এমন একটা মুহূর্ত যার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট টিমের পাশে থাকতে পেরে আমি ভীষণ খুশি। আর তার মধ্যেই উপরি পাওনা হল সূর্যকুমার যাদবের সঙ্গে ছবি তুলতে পারার সৌভাগ্য। আমি সবথেকে বেশি অবাক হলাম এটা জেনে যে, উনি আমার নাম জানেন। এটা শুনে আমি সবথেকে বেশি চমকে গিয়েছি।'
এখানেই শুরু হয় নানা জটিলতা। অঙ্কিতার এই পোস্টে নেটিজেনদের দু'রকমের মন্তব্য চোখ এড়াচ্ছে না। একদিকে কেউ কেউ যেমন অঙ্কিতাকে এই পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন, ঠিক তেমনিই অনেকে অঙ্কিতার পোস্টে তাঁকে রীতিমতো আক্রমণ করেছেন। নেটিজেনদের বক্তব্য, 'সূর্যকুমার আপনাকে চেনেন এতটা বাড়াবাড়ি রকমের কথা বার্তা নাই বা বললেন।', কেউ আবার বলেছেন, 'গোবরডাঙার মেয়ের দেখছি মাথাতে সত্যিই গোবর রয়েছে।' যদিও এর কোনও পালটা প্রতিক্রিয়া দেননি গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য।
