সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন পঞ্চান্নতলা মল পুরোটাই শাহরুখ (Shah Rukh Khan)। দুবাইয়ের বুকে আকাশচুম্বী বহুতল, যার নাম 'শাহরুখজ বাই দানিয়ুব'। গত মাসেই হয়েছে এই বাণিজ্যিক ভবনের উদ্বোধন। যেখানে শাহরুখ নিজে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে খানিক আবেগাপ্লুতও হয়ে পড়েছিলেন কিং খান। এবার দুবাইয়ের বুকে শাহরুখের নামাঙ্কিত সেই বহুতলই নিমেষে নিঃশেষ হল প্রথম দিনেই বহু অর্থের বিনিময়ে।
দুবাইয়ে অবস্থিত 'শাহরুখজ বাই দানিয়ুব' বহুতলটি শেখ জায়েদ রোডে অবস্থিত। যার মূল্য পাঁচ হাজার কোটি টাকা। আর সেই বহুতলেরই বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিনেই তা সম্পূর্ণরূপে বিক্রি হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতেই কিং খানের উপস্থিতিতে দুবাই এক্সিবিশন সেন্টারে দর্শকে ঠাসা একটি প্রেক্ষাগৃহে এই বিষয়টি ঘোষণা করেন এই প্রতিষ্ঠানের কর্ণধার রিজওয়ান সজন। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, ফারহা খান প্রমুখ।
এদিন ভরাসভায় জীবনের এমন এক প্রাপ্তি নিয়ে শাহরুখ বলেন, "আমার নামে তৈরি হওয়া একটা বহুতল। যা প্রথম দিনেই বিপুল অর্থের বিনিময়ে মানুষ কিনেছেন তা দেখে সত্যিই আমি আপ্লুত। দুবাই সবসময় আমাকে দুহাত ভোরে দিয়েছে। বরাবর আমাকে উষ্ণতাভরে গ্রহণ করেছে। আর এবার সেই তালিকায় জুড়ল এমন আর এক বিষয় যা সত্যিই আমাকে আনন্দিত করছে।
