shono
Advertisement
Nushrratt Bharuccha

'পুরুষতন্ত্র আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে...', কেন একথা বললেন নুসরত?

হিন্দি ছবিতে উগ্র পৌরুষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরত ভারুচা।
Published By: Arani BhattacharyaPosted: 11:09 AM Dec 11, 2025Updated: 11:10 AM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে পুরুষতন্ত্র নিয়ে বারবার উঠে এসেছে নানা মন্তব্য। বাস্তবে হোক বা অনস্ক্রিন বলিউডে পুরুষতন্ত্র যেন ডালপালা মেলে রয়েছে। ইদানিং বেশ কিছু ছবিতে ফুটে উঠেছে পুরুষতন্ত্রের ছাপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ছবিতে এই উগ্র পৌরুষ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরত ভারুচা।

Advertisement

নুসরত বলেন, "আমাদের দেশ মূলত পুরুষতন্ত্রেই বিশ্বাসী। আর তা আমাদের বিনোদুনিয়াতেও একইভাবে ছাপ ফেলছে। আমাদের জনসংখ্যায় গরিষ্ঠতাও পুরুষদের। আর তাই আমাদের একপ্রকার পুরুষতন্ত্র আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। আর সেভাবেই হিন্দি ছবিতেও পুরুষতন্ত্রের ছাপ আমরা ভরপুর দেখতে পাচ্ছি বছরের পর বছর ধরে। একই চিত্র আমাদের হিন্দি ছবিতেও ভরপুর রয়েছে। এই পরিবর্তন এত সহজে সম্ভব নয়। সেটা হতে সময় লাগবে। তবে পরিবর্তন একদিন ঠিকই হবে বলে আমি আশা রাখি।"

নুসরত আরও বলেন, "তবে শুধুই যে পুরুষতন্ত্রই বলিউডের ছবিতে প্রাধান্য পায় এমনটা নয়। একইভাবে নারদের কথা মাথায় রেখেও বহু ছবি তৈরি হয়েছে। সেগুলিও ভালো ব্যবসা করেছে। এর মধ্যে যেমন রয়েছে 'মিমি', 'ছোরি', 'ড্রিম গার্ল', 'আকেলি' এবং 'পিঙ্ক'। কাজেই নায়ককে কেন্দ্র করে নির্মিত ছবিই যে শুধু ভালো ব্যবসাকরবে এমনটা একেবারেই নয়। এছাড়াও যা না বললেই নয়, আমি নিজে বলিউডে কমেডি ঘরানার কাজ দিয়ে জার্নি শুরু করেছিলাম। এরপর বুঝলাম বলিউডে একটা ব্যাপার রয়েছে যে, তুমি যে ঘরানার ছবিতে কাজ করছ সেই ধরনের ছবি ও চরিত্রের সুযোগই বারবার আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এরপর যখন আমার কাছে 'ছোরি' ছবির সুযোগ আসে আমি সেই ছবির সুযোগ হারাতে চাইনি। কারণ আমার মনে হয়েছিল এই ছবির হাত ধরেই আমি দর্শকের মনে আমার একটা নতুন দিকের পরিচয় ঘটাতে পারব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নুসরত বলেন, "আমাদের দেশ মূলত পুরুষতন্ত্রেই বিশ্বাসী। আর তা আমাদের বিনোদুনিয়াতেও একইভাবে ছাপ ফেলছে।
  • এর মধ্যে যেমন রয়েছে 'মিমি', 'ছোরি', 'ড্রিম গার্ল', 'আকেলি' এবং 'পিঙ্ক'।
  • নুসরত আরও বলেন, "তবে শুধুই যে পুরুষতন্ত্রই বলিউডের ছবিতে প্রাধান্য পায় এমনটা নয়। একইভাবে নারদের কথা মাথায় রেখেও বহু ছবি তৈরি হয়েছে।"
Advertisement